মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না।

মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না।

মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে সে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মানুষের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয়। তার সুন্দর মুখে মানুষ তৃপ্তি পায় না। অবোধ লোকেরা মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। যার স্বভাব মন্দ, সে নিজেও দুষ্ক্রিয়াশীল, মিথ্যাবাদী, দুর্মতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে। স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই, নইলে শয়তানকে পরাজিত করা সম্ভব নয়।

সারাংশ:

মানুষের স্বভাবই তার শ্রেষ্ঠ সম্পদ। স্বভাবে যে সুন্দর নয়, সে দেখতে সুন্দর হলেও তার সঙ্গা কষ্টকর ও বিপজ্জনক। অবােধ লােকেরাই মানুষের বাহ্যিক রূপে মুগ্ধ হয়। মন্দ লােকও ভালাে স্বভাবের মানুষকে ভালােবাসে। তাই আমাদের স্বভাবে উন্নত হতে হবে।

Views: 68 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top