বাংলা ২য় পুত্র – সারাংশ
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ- মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে; পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।
সারাংশ:
আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। বুদ্ধি ও প্রজ্ঞার দ্বারা মানুষকে অন্যান্য প্রাণী থেকে পার্থক্য করা যায়। জ্ঞান, মনুষত্ব, চারিত্রিক গুণাবলি দ্বারা মানুষ অমরত্ব লাভ করে। অর্থ, দাম্ভিকতা মানুষকে হীন করে। জাতি তথা দেশের উন্নয়নে, সভ্যতার বিকাশে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক গুণাবলির বিকল্প নেই।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ
- মানুষের জীবনে ভাষার স্থান যে কত বড় তা আমরা খুব কমই ভেবে থাকি
- লােকলজ্জা মানুষের বহু মহৎ বাসনাকে অঙ্কুরেই বিনষ্ট করে
- মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে
- বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ