মাসি পিসি গল্পের MCQ [PDF Download & Quiz]

প্রিয় শিক্ষার্থী বন্ধু, HSC পরিক্ষায় বাংলা প্রথম পত্রে অধিক নম্বর পেতে MCQ বিষয়ে অধিক চর্চার বিকল্প নেই। আজ এই পোষ্টে আমরা মাসি পিসি গল্পের MCQ নিয়ে আলোচনা করবো। আর এই পোষ্টের শেষে থাকবে মাসি-পিসি গল্পের উপর পরিক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা যা শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাইয়ে সহায়ক হবে।

Apr 17, 2024 - 22:07
 0  61
মাসি পিসি গল্পের MCQ [PDF Download & Quiz]

মাসি-পিসি

মানিক বন্দ্যোপাধ্যায়


মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি?

ক) টিকটিকি
খ) সরীসৃপ
গ) অতসীমামী
ঘ) হলুদপোড়া

‘পুতুল নাচের ইতিকথা’_ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

ক) নাটক
খ) উপন্যাস
গ) পালাগান
ঘ) ছোটগল্প

‘সালতি’ কী?

ক) সেগুন কাঠে নির্মিত নৌকা
খ) গর্জন কাঠে নির্মিত নৌকা
গ) মেহগনি কাঠে নির্মিত নৌকা
ঘ) তাল কাঠে নির্মিত ডোঙা

‘… রাখো রাখো । খপর আছে শুনে যাও’_ উক্তিটি কার?

ক) বৃদ্ধ লোকটির
খ) জগুর
গ) কানাইয়ের
ঘ) কৈলাশের

বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।’__ কার উক্তি?

ক) মাসির
খ) পিসির
গ) বুড়ো রহমানের
ঘ) জগুর

‘রফিক মিয়ার মেয়ে শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়ে মারা গেছে” রফিক মিয়ার সাথে ‘মাসি-পিসি’ গল্পের কার মিল রয়েছে?

ক) জগুর
খ) কৈলেশের
গ) দারোয়ানের
ঘ) রহমানের

‘জেল হয়ে যাবে তোমাদের’_ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) আশঙ্কা
খ) দুঃখ
গ) ঘৃণা
ঘ) আনন্দ

মাসি-পিসির সমস্ত মন জুড়ে কীসের ভাবনা রয়েছে?

ক) ব্যবসার ভাবনা
খ) নতুন সংসারের ভাবনা
গ) আহ্লাদিকে রক্ষার ভাবনা
ঘ) পালিয়ে যাবার

‘মাসি-পিসি’ গল্পের খলনায়ক কে?

ক) কর্তাবাবু
খ) কৈলাশ
গ) রহমান
ঘ) গোকুল

খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

ক) ন্যায়বোধ
খ) নমনীয়তা
গ) সামাজিকতা
ঘ) পুরুষতান্ত্রিকতা

মাসি যখন বটি নিয়ে আসে তখন পিসির হাতে কী ছিল?

ক) রামদা
খ) ছুরি
গ) লাঠি
ঘ) কাটারি

পাড়ার লোক ছুটে এলে মাসি-পিসি কার কার চৌদ্দপুরুষ উদ্ধার করতে সাহস পায়?

ক) গোকুল ও কৈলেশের
খ) গোকুল ও দারোগাবাবু
গ) দারোগাবাবু ও জগুর
ঘ) জগু ও কৈলেশের

‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে

ক) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:

মরিয়মকে তার স্বামী মারধোর করে তাড়িয়ে দেয়। পরে আবার মরিয়মকে নিতে চাইলে মরিয়মের মা
তাকে স্বামীর বাড়ি পাঠায়।

মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে যে কারণে-

i. আত্ম রক্ষার্থে
ii. প্রতিরোধ করতে
iii. জমি রক্ষার্থে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

মরিয়মের মা ও মাসি-পিসির ক্ষেত্রে বলা যায়__

i. এরা আপনজনের ভালো চায়
ii. অসহায় হওয়ায় আপোষ করে
iii. পুরুষের শত অপরাধ ক্ষমা করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

‘মাসি-পিসি’ গল্প ও উদ্দীপকে প্রকাশ পেয়েছে__

i. নারীর লাঞ্ছনার চিত্র
ii. তৎকালীন সমাজ বাস্তবতা
iii. প্রান্তিক জীবনের অসহায়ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:

ঘরে পুরুষ মানুষ নাই । বিধবা রমলা ও তার মেয়ে কমলা । এক রাতে ডাকাত আসে। কমলার জীবনে ঘটে বড় সর্বনাশ।

উদ্দীপকের কমলার সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুটোই আছে?

ক) মাসির
খ পিসির
গ) কানুর মায়ের
ঘ) আহ্লাদির

‘মাসি-পিসি” গল্পের আহ্লাদি ও উদ্দীপকের কমলার ক্ষেত্রে বলা যায়__

i. দুজনেই অসহায়
ii. কমলা আহ্লাদির চেয়ে বেশি দুঃখী
iii. এরা দুজনেই সুখী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:

সাথিকে প্রায় খুন করে ফেলেছিল তার স্বামী সাদিক। সাথি মায়ের কাছে চলে এলো একেবারে । দুদিন পরে সাদিক শ্বশুরবাড়ি এলে সাথির মা সাদিককে জামাই আদর করলো ।

উদ্দীপকের সাদিক ‘মাসি-পিসি’ গল্পের কোন বাস্তবতাকে নিদেশ করে?

ক) স্ত্রী নির্যাতন
খ) মদ্যপ
গ) সন্তান বাৎসল্য
ঘ) সাহসী ভমিকা

উদ্দীপকের মরিয়মের মা “মাসি-পিসি” গল্পের কোন দিককে ধারণ করে?

ক) দারিদ্র
খ) জামাই আদর
গ) দুর্ভিক্ষ
ঘ) দাম্পত্য সংকট

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:

আবুল বউকে মেরে শান্তি পায়! পাশবিক নির্যাতনে তার বউ অবশেষে আত্মহত্যা করে । আবুল পুনরায় বিয়ে করে এবং আবারও স্ত্রীর উপর অত্যাচার শুরু করে।

উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?

ক) নারী নির্যাতন
খ) পুরুষের আধিপত্যবাদী মনোভাব
গ) নারীর অসহায়ত্ব
ঘ) উগ্রতা

উদ্দীপকের আবুল ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) জগু
খ) কৈলেশ
গ) কানাই
ঘ) গোকুল

Files

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow