রক্তে আমার অনাদি অস্থি
দিলওয়ার
কোন সংবাদপত্রে কবি দিওয়ার প্রথম কাজ করেন?
ক) দৈনিক বাংলা
খ) দৈনিক পূর্বদেশ
গ) দৈনিক সংবাদ
ঘ) দৈনিক জনকণ্ঠ
কবি দিলওয়ারের কবিতা রচনার মূল লক্ষ্য কী ছিল?
ক) গণমানবের মুক্তি
খ) কৃষকের মুক্তি
গ) সৈরাচার থেকে মুক্তি
ঘ) বিদেশি আক্রমণ
তোমাদের বুকে আমি নিরবধি- এখানে তোমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন?
ক) গণমানুষকে
খ) পাঠকদের
গ) নদীকে
ঘ) প্রকৃতিকে
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় চারদিকে কী খেলা করে?
ক) ছবির রং
খ) জীবনের রং
গ) মৃত্যুর রং
ঘ) স্বপ্নের রং
কল্লোল বর্ষাকালের চিত্রা নদী দেখে বিস্মিত। চিত্রার তখন ভরা যৌবন– থৈ থৈ জল । -চিত্রা নদী ‘রন্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত কোন নদীকে নির্দেশ করে?
ক) গঙ্গা
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) যমুনা
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ নেই?
ক) যমুনা
খ) শীতলক্ষ্যা
গ) কর্ণফুলী
ঘ) মেঘনা
যুগে যুগে বিদেশিরা এদেশে সম্পদ লুট করেছে। আর বাঙালিরা তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। বিষয়টি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) লোক-লোকান্তর
খ) ঐকতান
গ) সাম্যবাদী
ঘ) রক্তে আমার অনাদি অস্থি
‘গণমানবের তুলি’ বলতে কী বোঝায়?
ক) জনগণ শিল্পীয় তুলি
খ) শিল্পী জনতার তুলি
গ) জনগণ সকল ক্ষমতার উৎস
ঘ) জনগণ শিল্পীর আজ্ঞাবহ
‘রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবি নিজেকে কী হিসেবে পরিচয় দিয়েছেন?
ক) গণমানবের শিল্পী
খ) অশেষ ঢেউ
গ) প্রাণের জাহাজ
ঘ) অনাদি অস্থি
‘রন্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কার উদ্দেশ্যে উৎসর্গিত?
ক) মুনীর চৌধুরী
খ) জহির রায়হান
গ) সিরাজুল ইসলাম চৌধুরী
ঘ) কবীর চৌধুরী
‘নরদানব’ বলতে বোঝানো হয়েছে –
i. মানুষরূপী দানব
ii. নরপশু
iii. বিদেশি নরপিশাচ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
নীলয় ইছামতি নদীকে খুব ভালোবাসে । এর দান এবং সৌন্দর্যে সে মুগ্ধ । সে যেন এই নদীর প্রেম প্রত্যাশী ।
উদ্দীপকটি কোন দিক থেকে ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) মানুষের প্রতি নদীর প্রেম
খ) নদীর প্রতি মানুষের কর্তব্য
গ) নদী ও মানুষের পারস্পরিক প্রতি নির্ভরশীলতা
ঘ) নদীর সৌন্দর্য
উদ্দীপকের ইছামতি নদী ‘রক্তে আমার অনাদি অস্থি” কবিতার কোন নদীর সঙ্গে তুলনীয়?
ক) পদ্মা
খ) কংস
গ) যমুনা
ঘ) ব্রহ্মপুত্র ও)