রেইনকোট
আখতারুজ্জামান ইলিয়াস
‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?
ক) আনিসুজ্জামান
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
‘রেইনকোট’ গল্পে কোন অঞ্চলের কাহিনি বিধৃত?
ক) খুলনা
খ) চট্টগ্রাম
গ) ঢাকা
ঘ) সিলেট
‘সব ভেস্তে দিল’__ এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?
ক) পরিকল্পনা
খ) আয়োজন
গ) আরাম
ঘ) পূর্ব প্রস্তুতি
‘রেইনকোট’ গল্পের ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে?
ক) জানুয়ারি
খ) ফেব্রুয়ারি
গ) মার্চ
ঘ) এপ্রিল
বর্তমানে ইসহাককে কী বলে চালিয়ে দেওয়া যায়?
ক) ক্যাপ্টেন
খ) মিলিটারির খাস চামচা
গ) মিলিটারির কর্নেল
ঘ) প্রিন্সিপালের বন্ধু
‘রেইনকোট’ গল্পে কে বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার?
ক) আইয়ুব খান
খ) মোহাম্মদ আলী জিন্নাহ
গ) ইয়াহিয়া খান
ঘ) কিসিনজার
বাদলার সকালে কে প্রবলভাবে দরজায় কড়া নেড়েছিল?
ক) মিলিটারি
খ) ইসহাক মিয়া
গ) ড. আফাজ
ঘ) মিন্টু
‘রেইনকোট’ গল্পে ছোট মামা কে?
ক) ইসহাক
খ) ইকরাম
গ) মিন্টু
ঘ) আরমান
‘রেইনকোট’ গল্পের কথক কে?
ক) আব্দুস সাত্তার মৃধা
খ) ড. আফাজ আহমদ
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) নুরুল হুদা
“আব্দুস সাতার মৃধা” কোন বিষয়ের প্রফেসর ছিলেন?
ক) বাংলা
খ) কেমিস্ট্রি
গ) উর্দু
ঘ) জিওগ্রাফি
নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?
ক) বাংলা
খ) আরবি
গ) কেমিস্ট্রি
ঘ) উর্দু
মিলিটারি নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন?
ক) মুক্তিযোদ্ধা বলে
খ) প্রিন্সিপ্যালের নির্দেশে
গ) পাকিস্তান বিরোধী বলে
ঘ) মিসক্রিয়ান্টরা তার নাম বলায়
‘কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে।’- ‘রেইনকোট’ গল্পে “ওমের” ইঙ্গিতে কী বোঝানো হয়েছে?
ক) রেইনকোটের ভিতরের উষ্ণতা
খ) মিলিটারিদের অত্যাচারের বেদনা
গ) মিন্টুর দেশপ্রেমের চেতনা
ঘ) বৃষ্টির মধ্যেও রেইনকোটের উষ্ণতা
‘রেইনকোট’ গল্পে ‘আনঅথরাইজ কনস্ট্রাকশন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) শহিদ মিনার
খ) স্মৃতিসৌধ
গ) জাতীয় সংসদ
ঘ) মসজিদ
মুক্তিযুদ্ধের সময় নানা কারণে বন্ধ হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। কার্যক্রম বন্ধ থাকলেও কর্মচারী-কর্মকর্তাদের ঠিকই হাজিরা দিতে হয়েছে। এরকম কোন প্রতিষ্ঠানটির কথা আমরা ‘রেইনকোট’ গল্পে জানতে পারি?
ক) স্কুল
খ) বিমা অফিস
গ) কলেজ
ঘ) আদালত
শহিদদের স্মৃতিকে অম্লান রাখার জন্য জাতীয়ভাবে শহিদ মিনারের মতো আর কী তৈরি হয়েছে?
ক) স্মৃতিসৌধ
খ) শহিদ বেদি
গ) স্মৃতিস্তম্ভ
ঘ) স্মৃতিফলক
‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপট কী?
ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ) ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন
গ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
প্রিন্সিপালের মতে পাকিস্তানকে বাচাতে হলে করতে হবে_
i. দোয়া
ii. স্থাপত্য উৎখাত
iii. শহিদ মিনার হটানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
মুক্তিযোদ্ধের দিনগুলো ছিল ভয়ংকর অনিশ্চয়তায় ভরা । কেউ যুদ্ধ করেছে প্রাণপণে, আবার কেউ পাকিস্তানি হানাদারদের ভয়ে তাদের তোষামোদ করেছে। আবার কেউবা ভয়কে জয় করে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে।
উদ্দীপকটিতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মানুষগুলোর সঙ্গে ‘রেইনকোট’ গল্পে কার সাদৃশ্য রয়েছে?
ক) প্রিন্সিপালের
খ) নুরুল হুদার
গ) মিন্টুর
ঘ) আকবর সাজিদের
নুরুল হুদার সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাদৃশ্যের বিষয়টি কোন দিক থেকে যৌক্তিক?
ক) মিলিটারিদের সঠিক উত্তর না দেয়া
খ) নিজের কল্পনায় নিজেকে মুক্তিযোদ্ধাদের অংশ ভাবা
গ) বাসযাত্রীদের রাজাকার ভাবা
ঘ) মিন্টুর রেইনকোটটি পরা
আরও পড়ুনঃ
Onek onek thanks
আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে ত মসজিদ বোঝানো হচ্ছে, তবে আপনারা শহিদ মিনার দাগিয়েছেন কেন?