4 min read

Table of Contents

লালসালু

সৈয়দ ওয়ালীউল্লাহ


লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি HSC পরিক্ষার্থীদের জন্যও সমান ভাবে গুরুত্বপূর্ণ। আজ আমরা এই পোষ্টে লালসালু উপন্যাসের MCQ নিয়ে আলোচনা করবো। আর অধ্যয়নের শেষে থাকবে লালসালু উপন্যাস এর MCQ এর উপর পরিক্ষার ব্যবস্থা। পরিক্ষায় অংশ নিতে “পরিক্ষা দিন” বাটনে ক্লিক করুন।

প্রশ্ন ডট কম

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক) ১৯২০ খ্রিষ্টাব্দে
খ) ১৯২২ খ্রিষ্টাব্দে
গ) ১৯২৪ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯২৭ খ্রিষ্টাব্দে

‘উপন্যাস’-এর আক্ষরিক অর্থ কী?

ক) বিশেষ রূপে উপস্থাপন
খ) ঘটনার বিশদ বর্ননা
গ) চরিত্রের ধারাবাহিক বিন্যাস
ঘ) ঘটনার সংক্ষিপ্ত বর্ননা

বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লেখেন কে?

ক) টেকচাদ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?

ক) সামাজিক
খ) আঞ্চলিক
গ) ঐতিহাসিক
ঘ) আধ্যাত্মমূলক

‘আপনারা জাহেল, বে-এলেম, আনপাড়াহ ৷’ কথাটি কে বলে?

ক) তাহের
খ) মজিদ
গ) মোদাচ্ছের
ঘ) খালেক ব্যাপারী

মহব্বত নগরে নবাগত লোকটি কে?

ক) খালেক ব্যাপারী
খ) রেহান আলী
গ) মজিদ
ঘ) কালুমতি

মজিদ কোন গ্রামে প্রবেশ করে?

ক) মহব্বতনগর
খ) রহিমগঞ্জ
গ) করিমগঞ্জ
ঘ) মুরাদনগর

মহব্বতনগর গ্রামের মানুষদের ‘জাহেল’ বলা হয়েছে কেন?

ক) তারা মূর্খ বলে
খ) তারা জেদী বলে
গ) নিরক্ষর বলে
ঘ) পিরের মাজার ফেলে রেখেছে বলে

‘দশ কথায় রা নেই রক্তে রাগ নেই’_- উত্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক) রহিমার শান্ত নিরীহভাব
খ) রহিমার অভিমানীভাব
গ) রহিমার কর্তব্যহীনতা
ঘ) রহিমার আনুগত্য

‘লালসালু’ উপন্যাসে ঝড় এলে হৈ-হৈ করার অভ্যাস কার?

ক) হাসুনির মার
খ) বুড়ির
গ) জমিলার
ঘ) রহিমার

মজিদ হাসুনির মার জন্য কোন রঙ্গের শাড়ি এনে দেয়?

ক) লাল রং কালো পাড়
খ) বেগুনি রং কালো পাড়
গ) কালো রং বেগুনি পাড়
ঘ) লাল রং বেগুনি পাড়

“সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই- মানুষের ভয় তো দূরের কথা ।”_ কার চোখে ভয় নেই?

ক) রহিমার
খ) জমিলার
গ) তানুর
ঘ) আমেনার

মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ কোন বিষয়টি প্রকাশ করে?

ক) গর্ব
খ) ক্ষোভ
গ) হিংসা
ঘ) ক্রোধ

আক্কাস আলী কী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়?

ক) স্কুল
খ) পাঠাগার
গ) মাদরাসা
ঘ) হাসপাতাল

গ্রামের দুস্থ শিশুদের পড়ালেখার জন্য ইমরান একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। ইমরানের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কার মিল রয়েছে?

ক) আক্কাস
খ) মজিদ
গ) খালেক ব্যাপারী
ঘ) আমিনুদ্দিন

‘বেগানা’ শব্দের অর্থ কী?

ক) অনাত্মীয়
খ) বেপর্দা
গ) আত্মীয়
ঘ) পর্দানশীল

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র মতে, ধর্মের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে_

i. কুসংস্কার
ii. শঠতা
iii. অন্ধবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

0
0
0
0
0

Download Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *