হ্যালো শিক্ষার্থী বন্ধু! আজ আমরা আলোচনা করবো HSC বাংলা সহপাঠ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত লালসালু উপন্যাসের MCQ । তুমি যদি এবছরের HSC পরিক্ষার্থী হয়ে থাকো তবে এই পোষ্টটি তোমার জন্য বেশ কাজের হতে পারে। তাহলে আর দেরী না করে শুরু করা যাক…
১. লালসালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে?
ক. আক্কাস
খ. রহিমা
গ. মজিদ
ঘ. খালেক ব্যাপারী
২. মজিদ কিসের প্রতীক?
i. কুসংস্কারii. শঠতাiii. প্রতারণা৩. নিচের কোনটি সঠিক?ক. i, ii
খ. i, iii
গ. ii, iii
ঘ. i, ii, iii
৪. নিরাক- পড়া এক মধ্যাহ্নে গ্রামে আগত মজিদ কার বাড়িতে আশ্রয় গ্রহণ করে?
ক. খালেক ব্যাপারী
খ. মোদাচ্ছের
গ. তাহের
ঘ. কাদের
৫. কিসের সূত্রে মজিদের দ্বিতীয় স্ত্রীর আগমন ঘটে?
ক. মজিদের দিত্বীয় বিয়ের ইচ্ছার সূত্রে
খ. সন্তান কামনা সূত্রে
গ. খালেক ব্যাপারীর উস্কানিতে
ঘ. রহিমার সহায়তার জন্যে
৬. জমিলা কিসের প্রতিনিধি?
i. নারীধর্মii. হৃদয়ধর্মiii. সজীবতানিচের কোনটি সঠিক?ক. i, ii
খ. i, iii
গ. ii, iii
ঘ. i, ii, iii
৭. শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের __ বেশি।
ক. প্রচার
খ. জাহির
গ. আগাছা
ঘ. শিষ্য
৮. লালসালু উপন্যাসে “মন থেকে থেকে খাবি খায়” বলতে কী বোঝানো হয়েছে?
ক. উদারতা
খ. অস্থিরতা
গ. বিশ্বস্ত
ঘ. সততা
৯. লালসালু উপন্যাসে “মনিদের দেশে” বলতে কোন অঞ্চল বোঝানো হয়েছে?
ক. রাজশাহী
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
১০. মজিদ কোন সড়কে প্রথম মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে?
১৮. মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কোন বিষয়টি প্রকাশ করে?
ক. গর্ব
খ. ক্ষোভ
গ. হিংসা
ঘ. ক্রোধনিচের উদ্দীপকটি পড়ে ১৯ নং প্রশ্নের উত্তর দাও- গ্রামের দুষ্ট ছেলেদের জন্যে করিম একটি স্কুল তৈরী করার কথা বললে গ্রামের সবাই তার সমর্থন করে।
১৯. উদ্দীপকের করিমের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?
ক. আক্কাস
খ. মজিদ
গ. খালেক ব্যাপারী
ঘ. আমিনউদ্দিননিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও- রহিম সমাজের গরীব বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করার প্রতিশ্রুতি নেয়। কাজ শুরু করার পর গ্রামের স্বার্থান্বেষী এক মৌলবী তার বিপক্ষে ষড়যন্ত্র শুরু করে এ বলে যে এই টাকা দিয়ে একটি মাদ্রাসা তৈরী করলে উপকার হবে।ফলে আর তার বৃদ্ধাশ্রম তৈরী করা হয় না।
২০. উদ্দীপকের মৌলবীর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?