লালসালু উপন্যাসের MCQ – HSC Preparation

লালসালু উপন্যাসের MCQ

সৈয়দ ওয়ালীউল্লাহ


হ্যালো শিক্ষার্থী বন্ধু! আজ আমরা আলোচনা করবো HSC বাংলা সহপাঠ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত লালসালু উপন্যাসের MCQ । তুমি যদি এবছরের HSC পরিক্ষার্থী হয়ে থাকো তবে এই পোষ্টটি তোমার জন্য বেশ কাজের হতে পারে। তাহলে আর দেরী না করে শুরু করা যাক…

১. লালসালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে?

ক. আক্কাস খ. রহিমা গ. মজিদ ঘ. খালেক ব্যাপারী

২. মজিদ কিসের প্রতীক?

i. কুসংস্কারii. শঠতাiii. প্রতারণা৩. নিচের কোনটি সঠিক?ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৪. নিরাক- পড়া এক মধ্যাহ্নে গ্রামে আগত মজিদ কার বাড়িতে আশ্রয় গ্রহণ করে?

ক. খালেক ব্যাপারী খ. মোদাচ্ছের গ. তাহের ঘ. কাদের

৫. কিসের সূত্রে মজিদের দ্বিতীয় স্ত্রীর আগমন ঘটে?

ক. মজিদের দিত্বীয় বিয়ের ইচ্ছার সূত্রে খ. সন্তান কামনা সূত্রে গ. খালেক ব্যাপারীর উস্কানিতে ঘ. রহিমার সহায়তার জন্যে

৬. জমিলা কিসের প্রতিনিধি?

i. নারীধর্মii. হৃদয়ধর্মiii. সজীবতানিচের কোনটি সঠিক?ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৭. শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের __ বেশি।

ক. প্রচার খ. জাহির গ. আগাছা ঘ. শিষ্য

৮. লালসালু উপন্যাসে “মন থেকে থেকে খাবি খায়” বলতে কী বোঝানো হয়েছে?

ক. উদারতা খ. অস্থিরতা গ. বিশ্বস্ত ঘ. সততা

৯. লালসালু উপন্যাসে “মনিদের দেশে” বলতে কোন অঞ্চল বোঝানো হয়েছে?

ক. রাজশাহী খ. খুলনা গ. চট্টগ্রাম ঘ. সিলেট

১০. মজিদ কোন সড়কে প্রথম মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে?

ক. মহব্বতনগর খ. হরিপুর গ. মতিগঞ্জ ঘ. আওলাপুর

১১. মজিদের প্রবেশ কেমন ছিল?

ক. উদ্বেজন খ. নাটকীয় গ. কৌতূহলোদ্দীপক ঘ. বিষাদময়

১২. মজিদ হাসুনির মাকে কী রঙের শাড়ি কিনে দিয়েছিল?

ক. বেগুনি খ. কাল গ. লাল ঘ. সাদা

১৩. আওয়ালপুরের পীরের পুরোনো মুরিদ কে?

ক. আক্কাস খ. সিটি কর্পোরেশনের প্রেসিডন্ট গ. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ঘ. খালেক ব্যাপারী

১৪. মজিদের মন কদিন ধরে কেন থম থম করে?

ক. আমেনা বিবির জন্যে খ. আক্কাসের ভয়ে গ. আওয়ালপুরের পীরের আগমনে ঘ. খালেক ব্যাপারীর বিশ্বাসঘাতকতায়

১৫. থোতামুখের তালগাছটি বিবি আমেনার কাছে কিসের নিশানা ছিল?

i. আনন্দেরii. ক্রোধেরiii. সুখেরনিচের কোনটি সঠিক?ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

১৬. আক্কাসের পিতার নাম কী?

ক. মোদাব্বের মিঞা খ. দুদু মিঞা গ. খালেক ব্যাপারী ঘ. আলমগীর

১৭. আক্কাস কী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়?

ক. মাদ্রাসা খ. স্কুল গ. পাঠাগার ঘ. হাসপাতাল

১৮. মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কোন বিষয়টি প্রকাশ করে?

ক. গর্ব খ. ক্ষোভ গ. হিংসা ঘ. ক্রোধনিচের উদ্দীপকটি পড়ে ১৯ নং প্রশ্নের উত্তর দাও- গ্রামের দুষ্ট ছেলেদের জন্যে করিম একটি স্কুল তৈরী করার কথা বললে গ্রামের সবাই তার সমর্থন করে।

১৯. উদ্দীপকের করিমের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?

ক. আক্কাস খ. মজিদ গ. খালেক ব্যাপারী ঘ. আমিনউদ্দিননিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও- রহিম সমাজের গরীব বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করার প্রতিশ্রুতি নেয়। কাজ শুরু করার পর গ্রামের স্বার্থান্বেষী এক মৌলবী তার বিপক্ষে ষড়যন্ত্র শুরু করে এ বলে যে এই টাকা দিয়ে একটি মাদ্রাসা তৈরী করলে উপকার হবে।ফলে আর তার বৃদ্ধাশ্রম তৈরী করা হয় না।

২০. উদ্দীপকের মৌলবীর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?

ক. মজিদ খ. রহিমা গ. খালেক ব্যাপারী ঘ. আক্কাস

২১. উদ্দীপকের রহিমের সাথে ‘লালসালু’ উপন্যাসের আক্কাস চরিত্রটি কীসের প্রেক্ষাপটে তুলনীয়?

ক. দুঃসাহস খ. বিচ্ছিন্নতাবোধ গ. সমাজসেবা ঘ. কপটতা

২২. লালসালু উপন্যাসের প্রকাশক কে?

ক. মুহাম্মদ আতাউল্লাহ খ. আকবর শাহ গ. মুহাম্মদ ওবায়দুল্লাহ ঘ. মোহাম্মদ আতাউল্লাহ

২৩. কত সালে লালসালু উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়?

ক. ১৯৫৬ খ. ১৯৬০ গ. ১৯৭২ ঘ. ১৯৬৩

২৪. ১৯৮১ সালের মধ্যেই ‘লালসালু’ উপন্যাসের কয়টি সংস্করণ প্রকাশিত হয়?

ক. ৯ খ. ১৮ গ. ১০ ঘ. ১৫

২৫. লালসালু উপন্যাসের উর্দু অনুবাদক কে?

ক. কামরুজ্জামান খ. কলিমুল্লাহ গ. হোসেন শাহ ঘ. সলিমউদ্দিন

২৬. কত সালে লালসালু উপন্যাসের উর্দু অনুবাদ প্রকাশ হয়?

ক. ১৯৬৭ খ. ১৯৬০ গ. ১৯৫৩ ঘ. ১৯৬৪

২৭. কত সালে লালসালু উপন্যাসের ফরাসি অনুবাদ প্রকাশ হয়?

ক. ১৯৬০ খ. ১৯৬১ গ. ১৯৬২ ঘ. ১৯৮১

২৮. কত সালে লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ হয়?

ক. ১৯৫০ খ. ১৯৬১ গ. ১৯৬৭ ঘ. ১৯৭০

২৯. লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদক কে?

ক. সেন্ট উইলিয়াম খ. হেনরি থোমাস গ. কলিমুল্লাহ ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

৩০. লালসালু উপন্যাসটি কোন ভাষায় অনুবাদ করা হয়নি?

ক. ইংরেজি খ. জার্মান গ. হিন্দি ঘ. চেক

৩১. “নলি” শব্দের অর্থ কী?

ক. জাহাজে চড়ার অনুমতিপত্র খ. মৃত্যুর অনুরূপ গ. অবসন্ন ঘ. জানালার ঘূর্ণি বিশেষ

৩২. “সরগলা কেরাত” শব্দের অর্থ কী?

ক. মৃত্যুর অনুরূপ খ. অবসন্ন গ. চিকন সুরে কোরান পাঠ ঘ. পাতলা বা হালকা দাড়ি

৩৩. “সালু” শব্দের অর্থ কী?

ক. এক রকম সুতি কাপড় খ. এক রকম রেশমী কাপড় গ. এক রকম লাল সুতি কাপড় ঘ. কাপড়

৩৪. “বেওয়া” শব্দের অর্থ কী?

ক. বড় খ. বেয়াদব গ. বিধবা ঘ. বউ

৩৫. “মারুফ” শব্দের অর্থ কী?

ক. অপমান খ. মহাপুরুষ গ. তিরস্কার ঘ. আত্মা

৩৬. “রদ্দি” শব্দের অর্থ কী?

i. পচাii. বাসিiii. ভালোনিচের কোনটি সঠিক?ক. iii খ. ii গ. i, ii ঘ. i, ii, iii

৩৭. “লোটা” শব্দের অর্থ কী?

ক. বাঁকা খ. ঘটি গ. হলফ ঘ. কৃতজ্ঞতা

৩৮. এলেমদার কে?

ক. মুরুক্ষু খ. শিক্ষক গ. পীর ঘ. জ্ঞানী

৩৯. “হুড়কা” শব্দের অর্থ কী?

ক. দরজার খিল খ. নলি গ. মৃত্যুর অনুরূপ ঘ. পাতলা শরীর

৪০. লালসালু উপন্যাসের প্রধান উপাদান কী?

ক. গ্রাম জীবন খ. কুসংস্কার গ. সমাজ বাস্তবতা ঘ. গ্রাম অঞ্চলের পীর প্রথা

৪১. সমাজের কর্তা-ব্যক্তির ক্ষেত্রে মজিদের সহায়ক কে?

ক. তাহের খ. কাদের গ. খালেক ব্যাপারী ঘ. আক্কাস

৪২. কিভাবে মজিদ খালেক ব্যাপারীকে দিয়ে আমেনা বিবিকে তালাক দিতে বাধ্য করে?

ক. আমেনা চরিত্রে কলঙ্ক আরোপ করে খ. স্ত্রী রহিমার সাহায্যে গ. খালেক ব্যাপারীকে অসুস্থ করে

DOWNLOAD PDF

আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ঃ

https://www.youtube.com/watch?v=o1Y902MNS58
https://www.youtube.com/watch?v=o1Y902MNS58
❤️ 0
😂 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top