লােডশেডিং-এর প্রতিকার চেয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন রচনা কর

একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক হিসেবে লােডশেডিং-এর প্রতিকার চেয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন রচনা কর।


SSC: ঢা. বো. ১৬, ঢা. বো. ১৭



বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই


নিজস্ব প্রতিবেদক, হাজারিবাগ । ১১ নভেম্বর, ২০১৯ : আমরা রাজধানী ঢাকা মহানগরীর পশ্চিমাঞ্চল হাজারীবাগ এলাকার প্রায় দু লক্ষাধিক লােক লােডশেডিং-এর শিকার। বিগত কয়েক মাস ধরে এ এলাকায় লােডশেডিং নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত বারােটা পর্যন্ত প্রায় দু-তিন ঘণ্টা এলাকা গভীর অন্ধকারে নিমজ্জিত থাকে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশােনাসহ জনজীবনের দৈনন্দিন স্বাভাবিক জীবন প্রবাহ দুর্বিষহ হয়ে উঠেছে।

প্রায় দেড় কোটি জনঅধ্যুষিত মহানগরী ঢাকার ঘন বসতি পূর্ণ এলাকা হাজারীবাগ। এখানে স্কুল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লেদার টেকনােলজি কলেজ রয়েছে যেখানে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশােনা করে। এছাড়া লেদার ইন্ডাস্ট্রিজের একমাত্র স্থান এ এলাকায় যা কিনা বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান স্থান জুড়ে আছে। নৈশকালীন এ বিদ্যুৎ বিভ্রাটের ফলে উৎপাদন ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। যার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর ব্যাপকভাবে পড়ছে।

এমতাবস্থায় এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার জন্য ডেসা কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।


প্রতিবেদক


আরও কয়েকটি প্রতিবেদনঃ

Views: 115 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

1 thought on “লােডশেডিং-এর প্রতিকার চেয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন রচনা কর”

Leave a Reply

Scroll to Top