শিক্ষা ও মনুষ্যত্ব MCQ – SSC Prepration

Table of Contents

শিক্ষা ও মনুষ্যত্ব

মোতাহের হোসেন চৌধুরী


প্রিয় শিক্ষার্থী বন্ধু!

উপরের শিরোনাম দেখে বুঝতেই পারছো আজ আমাদের আলোচ্য বিষয় কি? এই পোষ্টে আমরা আলোচনা করবো নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র বই থেকে শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায় থেকে MCQ প্রশ্ন-উত্তর। মোতাহের হোসেন চৌধুরী রচিত শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ ও অবশ্য পাঠ্য। চলো শুরু করা যাক…

একাডেমিক প্রশ্ন

০১. “ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই, তার অন্যতম কাজ” – কার?

ক) মানবসত্তা
খ) জীবসত্তা
গ) অন্নবস্ত্র
ঘ) শিক্ষা

০২. “অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়”, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে-

ক) অর্থ সাধনাই জীবন সাধনা নয়
খ) মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না
গ) বিত্ত হতে চিত্ত বড়
ঘ) অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি

০৩. হাঁটার আনন্দকে লেখক কীসের সঙ্গে তুলনা করেছেন?

ক) বাকস্বাধীনতার
খ) মুক্তির
গ) মনুষ্যত্বের
ঘ) শিক্ষার

০৪. মানুষের মনুষ্যত্বের পরিচায়ক কোনটি?

ক) অন্নবস্ত্রের প্রাচুর্য
খ) দান-দক্ষিণা
গ) মুক্তির বোধ
ঘ) সম্মান লাভ

০৫. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখকের মতে কারাগার কাদের কাছে স্বর্গতুল্য?

ক) লেফাফাদুরস্তদের
খ) ক্ষুৎপিপাসাতৃপ্তদের
গ) অন্নবস্ত্র সন্ধানীদের
ঘ) মুক্তির স্বাদবঞ্চিতদের

০৬. অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন?

ক) লোভের ফলে আত্মিক মৃত্যু ঘটায়
খ) অর্থ সাধনায় নিমগ্ন থাকায়
গ) শিক্ষা তার অন্তরের ব্যাপার না হওয়ায়
ঘ) শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তোলায়

০৭. জীবনের উন্নয়নের জন্য অপরিহার্য কোনটি?

ক) অন্নবস্ত্র
খ) শিক্ষা
গ) নির্লোভ মনমানসিকতা
ঘ) সুশৃঙ্খল সমাজব্যবস্থা

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:

“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেথায় অসম্ভ

০৮. কোন উক্তিটি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) যেখানে মূল্যবোধকে মূল্য দেওয়া হয় না, সেখানে শিক্ষা নেই।
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
গ) যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন।
ঘ) চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই।

০৯. কখন মনুষ্যত্বের আহবান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরী হয়?

ক) প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে
খ) অন্নবস্ত্রের চিন্তায় বিব্রত থাকলে
গ) ছোট জিনিসের মোহে বড় জিনিস হারালে
ঘ) অনুভূতির জগতে ফতুর হয়ে গেলে

১০. শিক্ষার উদ্দেশ্য হলো-

i. মানবসত্তার উন্নয়ন

ii. শিক্ষিতদের ক্ষমতায়ন

iii. মূল্যবোধ সৃষ্টি নিচের

কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) প্রবন্ধ সংগ্রহ
খ) শ্রেষ্ঠ প্রবন্ধ
গ) সভ্যতার পরিচয়
ঘ) সংস্কৃতি কথা

উদ্দীপকটি পড় নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও।

হাসনা ও আমিনা দুই বান্ধবী। উচ্চ মাধ্যমিক পাস করার পর তাদের দুজনেরই বিয়ে হয়ে যায়। তাদের দুজনেরই শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ভালো। হাসনার শ্বশুরবাড়ি থেকে তাকে উচ্চশিক্ষা গ্রহণ করতে উৎসাহ দেওয়া হয়, কিন্তু সমৃদ্ধ সংসারে ভালো খেয়ে-পরেই সে সুখী। অপরদিকে আমিনা পড়াশোনা করতে চাইলে তার শ্বশুরবাড়ি থেকে বলা হয় যে আর পড়ার কী দরকার, তার যা কিছু প্রয়োজন সবকিছু দেওয়ার সামর্থ্য তার শ্বশুরবাড়ির রয়েছে।

১২. হাসনা সম্পর্কে বলা যায়-

i. তার মানবসত্তার উদ্বোধন হয় নি

ii. পিঞ্জরাবদ্ধ পাখি

iii. বেড়িমুক্ত হয়েও মুক্তির স্বাদ নিতে পারে নি

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১৩. আমিনার অবস্থা নিচের কোনটির মতো?

ক) কারারুদ্ধ আহারতৃপ্ত
খ) লেফাফাদুরস্ত
গ) অনুভূতির জগতে ফতুর
ঘ) পিঞ্জরাবদ্ধ পাখি

১৪. লোভের ফলে মানুষের কেমন মৃত্যু ঘটে?

ক) আত্মিক
খ) নৈতিক
গ) মানসিক
ঘ) সাংসারিক

১৫. শিক্ষার অপ্রয়োজনীয় দিককে কেন শ্রেষ্ঠ দিক বলা হয়েছে?

ক) শিক্ষার্জনের মাধ্যমে জীব সত্তাকে টিকিয়ে রাখা যায়
খ) শিক্ষালাভের মাধ্যমে মনুষ্যত্ব জাগ্রত করা যায়
গ) জৈবিক চাহিদা পূরণ করা যায়
ঘ) জীবনকে উপভোগ্য করে তুলতে অবদান রাখে

উদ্দীপকটি পড়ে নিচের দুইটি উত্তর দাও:

বনবিভাগের জনৈক কর্মকর্তা রাতের আঁধারে বনের গাছ কেটে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হন।

১৬. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে বলা যায় উদ্দীপকের বন কর্মকর্তা-

i. অর্থচিন্তার নিগড়ে বন্দি

ii. শিক্ষার সুফল হতে বঞ্চিত

iii. মনুষ্যত্বের স্বাদ লাভে ব্যর্থ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৭. উদ্দীপকের কর্মকর্তার ক্ষেত্রে কোন উক্তিটি সবচেয়ে যথার্থ?

ক) অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য।
খ) লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।
গ) শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়।
ঘ) মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই ওপর থেকে টানা।

১৮. মোতাহের হোসেন চৌধুরী আত্মিক মৃত্যু বলতে কী বুঝিয়েছেন?

i. স্বাভাবিক মৃত্যু

ii. নৈতিক অধঃপতন

iii. মূল্যবোধের অবক্ষয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৯. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৯৯
খ) ১৯০৩
গ) ১৯০৭
ঘ) ১৯১৩

২০. মোতাহের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?

ক) কুমিল্লায়
খ) নোয়াখালী জেলার কাঞ্চনপুরে
গ) বরিশালে
ঘ) ব্রাহ্মণবাড়িয়ায়

২১. মোতাহের হোসেন চৌধুরী কত সালে বাংলায় এম.এ. পাশ করেন?

ক) ১৯৩০
খ) ১৯৩৩
গ) ১৯৩৮
ঘ) ১৯৪৩

২২. তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

২৩. মোতাহের হোসেন চৌধুরীর লেখায়-

i. মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে

ii. প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়

iii. গ্রামীণ জীবনের সারল্য উঠে এসেছে

কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii

২৪. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?

ক) কল্লোল
খ) শিখা
গ) সওগাত
ঘ) ধ্রুব

২৫. মোতাহের হোসেন চৌধুরী রচিত অনুবাদগ্রন্থ-

i. সংস্কৃতি কথা

ii. সভ্যতা

iii. সুখ

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৬. মোতাহের হোসেন চৌধুরী পরলোকগমন করেন কত তারিখে?

ক) ১৮ সেপ্টেম্বর, ১৯৬৫
খ) ১৮ সেপ্টেম্বর, ১৯৫৬
গ) ১৮ অক্টোবর, ১৯৬৫
ঘ) ১৮ অক্টোবর, ১৯৬৫

২৭. নিগড় শব্দটির অর্থ কী?

ক) নিপীড়ন
খ) নিতান্ত
গ) শিকল
ঘ) গোপন

২৮. মানবসত্তা মানে হলো-

i. মানুষের অস্তিত্ব

ii. মনুষ্যত্ব

iii. মানবাধিকার

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

এই অধ্যায় গুলোও পড়া জরুরী :


www.youtube.com
Views: 101 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top