সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন লেখ

মনে কর, তুমি ‘দৈনিক প্রথম আলাে’ পত্রিকার নরসিংদী অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন লেখ

দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি : কারণ ও প্রতিকার


নিজস্ব প্রতিনিধি, দৈনিক প্রথম আলাে : অনাকাংখিত বেদনাবহ ঘটনাই দুর্ঘটনা। বিভিন্ন দুর্ঘটনার মধ্যে সড়ক দুর্ঘটনা একটা নিত্যনৈমিতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশে ব্যাপক হারে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রতিদিন গড়ে চারজন লােক সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং পঙ্গুত্ব বরণ করে বিশ থেকে ত্রিশ জন লােক। সড়ক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন বয়স ও পেশার মানুষ। সড়ক দুর্ঘটনা প্রতিদিন আমাদের বুক থেকে কেড়ে নিচ্ছে সবচেয়ে প্রিয় মানুষটিকে। আত্মীয়-স্বজন, মেধাবী লােক, প্রিয় ব্যক্তিত্ব অনেকেই হারিয়ে যাচ্ছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে।

এ সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। আর এ থেকে সৃষ্ট অন্যান্য কারণগুলাে হচ্ছে- অসতর্কতা, ড্রাইভারদের বেপরােয়া গাড়ি চালানাে, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় নামানাে, ধারণ-ক্ষমতার অতিরিক্ত যাত্রী বােঝাই, ত্রুটিপূর্ণ অপ্রশস্ত রাস্তাঘাট, লাইসেন্সের কারচুপি, অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানাে, গাড়ি চালানাের সময় কথা বলা ও ফোন ব্যবহার করা, নেশা গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানাে, একটি গাড়ি থেকে অন্য গাড়ির গতি ও প্রয়ােজনীয় দূরত্ব বজায় না রাখা, ট্রাফিক আইন না মানা ইত্যাদি।

অন্যদিকে সড়ক দুর্ঘটনা রােধে প্রয়ােজনীয় আইন ও শান্তির বিধান না থাকায় দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টদের উদাসীনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না। বাংলাদেশে এরই মধ্যে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে ব্যাপক জনমত ও আন্দোলন গড়ে উঠেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরােধে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে এগিয়ে যাচ্ছে এদেশের চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে এদেশের প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তারা বিভিন্ন সময় সরকারকে নানা সুপারিশ করে আসছে। তাই নিরাপদ সড়কের জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি :

  • গাড়ি চালকদের কারিগরি দক্ষতা ও প্রয়ােজনীয় শিক্ষার সাথে নৈতিক শিক্ষা দিতে হবে।
  • ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ করতে হবে।
  • ত্রুটি যুক্ত যানবাহন রাস্তায় নামানাে বন্ধ করতে হবে। যানবাহন চলাচল উপযােগী রাস্তা সম্প্রসারণ করতে হবে।
  • রাস্তায় ট্রাফিক পুলিশ ও পুলিশ প্রশাসনের দুর্নীতি বন্ধ করতে হবে
  • গাড়ির মালিক ও শ্রমিক শ্রেণিকে জবাবদিহিতা মূলক আইনের আওতায় আনতে হবে।
  • দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে
  • ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে বাধ্য করতে হবে।
  • অতিরিক্ত যাত্রী ও মাল বােঝাই বন্ধ করতে হবে।
  • শহরে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করতে হবে।
  • শহরে হাঁটার জন্য ফুটপাত খালি করতে হবে এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
  • স্কুল-কলেজ পর্যায়ে রাস্তায় চলাচলের নিয়ম এবং সড়ক দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে প্রবন্ধ, নাটিকা ইত্যাদি পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে প্রয়ােজনীয় বিজ্ঞাপন ও প্রামাণ্য চলচ্চিত্র ইত্যাদির প্রচারাভিযান চালাতে হবে।

উল্লিখিত সুপারিশসমূহ কার্যকর করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তাই এসব সুপারিশ কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়ােজনীয় ব্যবস্থাদি গ্রহণের অনুরােধ জানাচ্ছি।

মজবুল শেখ
প্রতিবেদক


আরও কয়েকটি প্রতিবেদন রচনাঃ

Views: 161 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top