সাধারন জ্ঞানঃ পর্ব ১১

play icon Listen to this article

সাধারন জ্ঞান

ওরাকল BCS জ্ঞানপত্র ফেব্রুয়ারী ২০২০ঃ বাংলাদেশ অংশ

১। প্রধানমন্ত্রীর নতুন মুখ্যসচিবের নাম

 • জ্যৈষ্ঠ সচিব আহমদ কায়কাউস।

২। নতুন পররাষ্ট্র সচিবের নাম

 • মাসুদ বিন মোমেন।

৩। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিবের নাম

 • শেখ ইউসুফ হারুন।

৪। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন

 • মো. তোফাজ্জল হোসেন মিয়া।

৫। সম্প্রতি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন

 • শাহাবুদ্দিন আহমদ।

৬। মৎস্য অধিদপ্তরের ১ম নারী মহাপরিচালক

 • কাজী শামস আফরোজ।

৭। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৫তম চেয়ারম্যান

 • প্রকৌশলী সাঈদ আহমেদ।

৮। সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে আবারও নিয়োগ দেয়া হয়েছে

 • অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামকে।

৯। নতুন প্রবর্তিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক

 • অধ্যাপক ড. এ এইচ এম এনায়েত হোসেন।

১০। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক

 • আ. হামিদ জমাদ্দার।

১১। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান

 • আবু হেনা মো. রহমাতুল মুনিম।

১২। বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক

 • সাবেক ডেপুটি গভর্নর মো. নাজমুল হুদা।

১৩। কর্মসংস্থান ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

 • মো. তাজুল ইসলাম।

১৪। মহিলাবিষয়ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক

 • পারভীন আক্তার।

১৫। আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

 • অধ্যাপক মুহাম্মদ ফাজলী ইলাহী।

১৬। নতুন জ্বালানি সচিবের নাম

 • মো. আনিছুর রহমান।

১৭। সিরডাপের নতুন পরিচালকের নাম

 • অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।

১৮। পেট্রোবাংলার নতুন চেয়ারম্যানের নাম

 • আবুল বাশার মোহাম্মদ আবদুল ফাত্তাহ।

১৯। রাজউকের নতুন চেয়ারম্যানের নাম

 • মো. সাঈদ নূর আলম।

২০। ওয়াটারএইড বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর

 • হাসিন জাহান।

২১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক

 • মো. ফসি উল্লাহ।

২২। সম্প্রতি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে বাংলাদেশে ১ম ডিজিটাল পদ্ধতি চালু করে

 • চট্রগ্রাম জেলা প্রশাসন।

২৩। ২৩ ডিসেম্বর মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া দুটি নতুন বিশ্ববিদ্যালয়

 • চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

২৪। ৩০ ডিসেম্বর মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া দুটি নতুন বিশ্ববিদ্যালয়

 • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২৫। ‘ অনন্যা সাহিত্য পুরস্কার – ১৪২৬’ পান

 • লেখক নাদিরা মজুমদার।

২৬। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চালু হওয়া নতুন অধিদপ্তর

 • স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

২৭। ‘ পরাবাস্তব কবিতা’ কাব্যগ্রন্থের লেখক

 • আবদুল মান্নান সৈয়দ।

২৮। ‘বাংলাদেশের ‘কল সেন্টার ৩৩৩’ এর স্লোগান

 • তথ্য ও সেবা সব সময়।

২৯। সরকার ২০২০ সালে ‘ বর্ষপণ্য ‘ হিসেবে ঘোষণা করেছে

 • লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ( হালকা প্রকৌশল)।

৩০। ১ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধু কর্ণার উদ্ধোধন করা হয়

 • বিজয় নগরের শ্রম ভবনে।

৩১। নারী পোশাক শ্রমিকদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ মেইড ইন বাংলাদেশ ‘র পরিচালক

 • রুবাইয়াত হোসেন।

৩২। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘ দ্য ব্যাংকার ‘ এর জরিপে বিশ্বের সেরা অর্থমন্ত্রী

 • আ হ ম মোস্তফা কামাল।

৩৩। সম্প্রতি বঙ্গবন্ধুকে ‘মহাকায় মানব’ বলে অভিহিত করেছেন

 • জুলিয়া নিবলেট।

৩৪। ২০২০ সালে পুলিশ সপ্তাহ পালনের প্রতিপাদ্য

 • মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।

৩৫। দেশে ১ম বারের মত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হয়

 • ১৬-১৮ জানুয়ারি ২০২০।

৩৬। সম্প্রতি স্পেন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ল্যাব এবং স্কপাস এর তথ্যমতে, বিজ্ঞান গবেষণায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান

 • সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ (আইসিডিডিআরবি)।

৩৭। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া নতুন আর্থিক প্রতিষ্ঠান

 • স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্ট।

৩৮। মুজিববর্ষের কাউন্টডাউন / ক্ষণগণনা শুরু হয়

 • ১০ জানুয়ারি ২০২০।

৩৯। বগুড়া জেলার নতুন ইউনিয়নের নাম

 • সুখানপুকুর ইউনিয়ন।

৪০। বঙ্গবন্ধুর বিষয়ে গবেষণার জন্য ‘ বঙ্গবন্ধু চেয়ার’ রয়েছে

 • ভারত, থাইল্যান্ড ও পোল্যান্ডে।

৪১। ৩০ ডিসেম্বর নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়

 • ৫০ টি।

৪২। দেশীয় ১ম কোম্পানি হিসেবে র্যাম (RAM) তৈরি করে

 • ওয়ালটন কোম্পানি।

৪৩। দেশে বর্তমানে হাইটেক ও সফটওয়্যার পার্ক

 • ৩ টি।

৪৪। সম্প্রতি বাংলাদেশ তাদের ৪র্থ কনস্যুলেট খুলতে যাচ্ছে

 • যুক্তরাষ্ট্রে।

৪৫। সম্প্রতি ১১৮তম জন্মবার্ষিকী পালন করা হয়

 • পল্লীকবি জসীম উদদীনের।

৪৬। পদ্মা সেতুতে ২১তম স্প্যান বসানো হয়

 • ১৪ জানুয়ারি ২০২০।

৪৭। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য ‘ বঙ্গবন্ধু টানেলের’ দৈর্ঘ্য

 • ৩.৪ কিলোমিটার।

৪৮। সম্প্রতি ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে

 • ১ মার্চকে।

৪৯। এখন থেকে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হবে

 • ২ মার্চ।

৫০। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়তে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলন অনুষ্ঠিত হয়

 • আবুধাবিতে।

৫১। বাংলাদেশের ৩য় সাবমেরিন ক্যাবল সি মি উই-৬ কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন হবে

 • কক্সবাজারে।

৫২। সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পে আর্থিক সহয়তা দেবে

 • ‘জাইকা’ কোম্পানি ।

৫৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়

 • ১১ জানুয়ারি ২০২০।

৫৪। আবুধাবিতে অনুষ্ঠিত ‘সাসটেইনেবিলিটি উইক-২০২০’ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন

 • ১৩ জানুয়ারি ২০২০।

৫৫। রাষ্ট্রবিজ্ঞানী এবং নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ তালুকদার মনিরুজ্জামান মারা যান

 • ২৯ ডিসেম্বর ২০১৯।

৫৬৷ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ

 • ১৮ টি।

৫৭। দেশের ১০০ টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে শিল্প – কারখানা স্থাপনের কার্যক্রম চলছে

 • ১৫ টিতে।

৫৮। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপিত হবে

 • ২০২১ সালে।

৫৯। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প অবস্থিত

 • কক্সবাজার, বাংলাদেশ।

৬০। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে নবজাতক শিশু মৃত্যুর হার

 • ৩০ জন।

৬১। বাংলাদেশের বনভূমি ও বৃক্ষ সম্পদ সমীক্ষা -২০১৯ অনুযায়ী বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট ভূমির

 • ১২.৮ শতাংশ।

৬২। দেশে বর্তমানে দারিদ্রের হার

 • ২০.৫%।

৬৩। দেশে বর্তমানে চরম দারিদ্রের হার

 • ১০.৫%।

৬৪। দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

 • প্রায় ৯ কোটি।

৬৫। এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে, বায়ুদূষণে শীর্ষ শহর

 • ঢাকা।

৬৬। খাদ্য উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ

 • ১১ তম।

৬৭। নারী – পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে বর্তমান বিশ্বে বাংলাদেশ

 • ৫০ তম।

৬৮। নারী – পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষে

 • বাংলাদেশ।

৬৯। রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান বিশ্বে বাংলাদেশ

 • সপ্তম।

৭০। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ

 • ১৪১ তম।

৭১। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ

 • ১১৯ তম।

৭২। বাংলাদেশের পণ্য আমদানির সবচেয়ে বড় বাজার

 • চীন।

৭৩। বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার

 • যুক্তরাষ্ট্র।

৭৪। এশিয়া অঞ্চলে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ

 • পঞ্চম।

৭৫। ‘IMF’র মতে, ক্রয় ক্ষমতা সামঞ্জস্য (পিপিপি) এর ভিত্তিতে বাংলাদেশ

 • ৩০ তম।

৭৬। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন

 • মাহমুদুল্লাহ (২৯টি)।

৭৭। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন

 • মোস্তাফিজুর রহমান (৩৯টি)।

৭৮। সম্প্রতি ‘Cricinfo’র দশকসেরা ওয়ানডে একাদশে স্থান পান

 • বাংলাদেশের সাকিব আল হাসান।

৭৯। সম্প্রতি উইজডেনের দশকসেরা একাদশে স্থান পান

 • বাংলাদেশের সাকিব আল হাসান।

৮০। ২০২০ সালে ‘৫ম এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপ ‘ অনুষ্ঠিত হবে

 • ঢাকা, বাংলাদেশ।

৮১। সম্প্রতি বিশ্ব ক্যারম র্যাংকিংয়ে ৫ম স্থান অধিকার করেছেন

 • বাংলাদেশের হেমায়েত মোল্লা।

৮২। সম্প্রতি ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ পদক লাভ করে

 • ১০ টি।

৮৩। ২০২১ সালে জুনিয়র এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে

 • ঢাকা, বাংলাদেশ।

৮৪। ‘বঙ্গবন্ধু বিপিএল-২০১৯’ চ্যাম্পিয়ন

 • রাজশাহী রয়্যালস।

৮৫। সম্প্রতি বাংলাদেশের যে খেলোয়াড় ‘ অলিম্পিক কোটা’ অর্জন করেছে

 • রোমান সানা।

৮৬। ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)’ সংগঠনের মূল্যায়নে ‘বর্ষসেরা ক্রিকেটার’ হয়েছেন

 • সাকিব আল হাসান।

৮৭। বর্ষসেরা ফুটবলার হয়েছেন

 • জামাল ভূইয়া।

৮৮। বর্ষসেরা ক্রিড়াবিদ হয়েছেন

 • আর্চার রোমান সানা।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

আপনার মতামত জানানঃ