সাধারন জ্ঞানঃ পর্ব ৪

Table of Contents

সাধারন জ্ঞান

আন্তর্জাতিক বিষয়াবলী

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ারের নাম কি?

উত্তরঃ Colombo Lotus Tower, শ্রীলঙ্কা ( ১৬ সেপ্টেম্বর ২০১৯)।

‘Fridays For Future’ কি?

উত্তরঃ পরিবেশবাদী আন্দোলন।

‘Fridays For Future’ আন্দোলনের সূত্রপাত করেন কে?

উত্তরঃ গ্রেটা থানবার্গ ( সুইডেন)।

‘International Maritime Security Construct (IMSC)’ কি?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট।

রুশ ভাষায় ১ম কোরআন (তাফসিরধর্মী) অনুবাদ করেন কে?

উত্তরঃ ভ্যালেরিয়া পোরুখোভা (মারা যান – ২ সেপ্টেম্বর ২০১৯)।

Visegrad Four (V4) ভুক্ত দেশ সমূহ কি কি?

উত্তরঃ স্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

জিম্বাবুয়ের জাতির জনক কে?

উত্তরঃ রবার্ট মুগাবে ( জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট)।

পুনর্গঠন ও উন্নয়ন সংক্রান্ত ইউরোপীয় ব্যাংকের (EBRD) বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ৭১ টি।

ইউরোপীয় ব্যাংকের সর্বশেষ ৭১তম সদস্যপদ লাভ করে কোন দেশ?

উত্তরঃ লিবিয়া ( ১৬ জুলাই ২০১৯)।

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের ( AIIB) বর্তমান পূর্নাঙ্গ সদস্য কত?

উত্তরঃ ৭৪ টি।

‘AIIB’ র ৭৪তম পূর্নাঙ্গ সদস্যপদ লাভ করেন কোন দেশ?

উত্তরঃ গ্রিস ( ২০ আগস্ট ২০১৯)।

আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তরঃ ৯২ টি।

শেয়ার বাজার নিয়ে লেখা ১ম বইয়ের নাম কি?

উত্তরঃ Confusion De Confusiones ( লেখক- স্পেনের জোসেফ ডি লা ভেগা)।

‘ক্যাসিনো’ কি?

উত্তরঃ ইতালীয় ভাষার শব্দ!।ইতালি Root Casa থেকে Casino শব্দের উৎপত্তি। যার বাংলা অর্থ ‘ঘর’।

সম্প্রতি ভারতে ‘Daughter of the Nation’ খেতাবপ্রাপ্ত হন কে?

উত্তরঃ লতা মঙ্গেশকর।

‘Mother of Parliaments ‘ হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা?

উত্তরঃ যুক্তরাজ্যের আইনসভা।

‘বিশ্বের দ্বিতীয় ফুসফুস’ হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?

উত্তরঃ আফ্রিকার বনাঞ্চল।

‘SOM-B2’ কি?

উত্তরঃ তুরস্কের ক্রুজ মিসাইল।

‘Trident II (D5)’ কি?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র।

‘আলিবাবা গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ জ্যাক মা (চীন)।

পাকিস্তানের ১ম নারী মহাকাশচারীর নাম কি?

উত্তরঃ নামিরা সালিম।

ডিজিটাল জগতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য ডিজিটাল জেনেভা কনভেনশনের ধারণা সামনে নিয়ে আসেন কে?

উত্তরঃ ব্র‍্যাড স্মিথ।

হিরোশিমা নগরীর পাশ দিয়ে বয়ে চলা নদীর নাম কি?

উত্তরঃ মোতাইয়াসু (Motoyasu)।

‘মন বৈরাগী’ কি?

উত্তরঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে জীবনভিত্তিক একটি সিনেমা।

১ম বারের মত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কোন দেশ?

উত্তরঃ তুরস্ক ( ৫ সেপ্টেম্বর ২০১৯)।

২য় বিশ্বযুদ্ধের নির্মমতার দায় স্বীকার করে পোল্যান্ডের কাছে ক্ষমা চায় কোন দেশ?

উত্তরঃ জার্মানি।

আমাজান রক্ষায় ৭ দেশের চুক্তির নাম কি?

উত্তরঃ লিটিশিয়া প্যাক্ট ফর আমাজান ( ৬ সেপ্টেম্বর ২০১৯)।

১ম সৌদি নারী চলচ্চিত্র নির্মাতা কে?

উত্তরঃ হাইফা আল মানসুর।

জিম্বাবুয়ের জাতির জনক এবং সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা যান কবে?

উত্তরঃ ৬ সেপ্টেম্বর ২০১৯।

ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ঘোষণা করা হয় কবে?

উত্তরঃ ৩১ আগস্ট ২০১৯।

ভারতের ১ম আদিবাসী নারী পাইলট কে?

উত্তরঃ অনুপ্রিয়া লাকরা।

বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী পারাপারের উড়াল করিডোর নির্মিত হচ্ছে কোথায়?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

বর্তমানে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের নাম কি?

উত্তরঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।

সংযুক্ত আরব আমিরাতের ১ম মহাকাশ নভোচারীর নাম কি?

উত্তরঃ হাজা আল মুনসুরী ( সে মহাকশে কোরআন নিয়ে যান)।

৪৪তম টরেন্টো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ টরেন্টো, এন্টারিও, কানাডা ( ৫-১৫ সেপ্টেম্বর ২০১৯)।

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া যায় কোথায়?

উত্তরঃ মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে ( জুলাই ২০১৯)।

নতুন এক প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পান কোন বিজ্ঞানী?

উত্তরঃ জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ( ২৬ ফুট লম্বা)।

রিপোর্টসমীক্ষা২০গ

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ কোনটি?

উত্তরঃ চীন ( ২য় – ভারত)

টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?

উত্তরঃ রশিদ খান, আফগানিস্তান।

Views: 48 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top