সাধারন জ্ঞানঃ পর্ব ৫

Table of Contents

সাধারন জ্ঞান

সাম্প্রতিক বিষয়াবলী

বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত?

উত্তরঃ ৭৩.৯%

বাংলাদেশের কোন শহরকে “WCC” World Craft City for Jamdani হিসেবে স্বীকৃতি দিয়েছে?

উত্তরঃ নারায়ণগঞ্জকে

আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বঞ্চাচল কোনটি?

উত্তরঃ সোনার চর বনাঞ্চল,রাঙ্গাবালী, পটুয়াখালী।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ১৯.৭৩ কি.মি.

নবনির্মিত “ডাক ভবনের”স্থপতি কে?

উত্তরঃ কৌশিক বিশ্বাস

দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?

উত্তরঃ কাপ্তাই

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী কী?

উত্তরঃ পরিচালক(পূর্বে ছিল মহাপরিচালক)

ক্যাসিনো(Casino)কোন ভাষার শব্দ?

উত্তরঃ ইতালীয় বাংলা অর্থ ঘর

“Mother of Parliaments” হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা?

উত্তরঃ যুক্তরাজ্যের

বিশ্বের দ্বিতীয় “ফুসফুস” হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?

উত্তরঃ আফ্রিকান বনাঞ্চল(১ম অ্যামাজন)

আলিবাবা গ্রুপ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ জ্যাক মা(চীন)

হিরোশিমা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?

উত্তরঃ মোতাইয়াসু

জাতীয় বস্ত্র দিবস কবে?

উত্তরঃ ৪ ডিসেম্বরে

কবে ভারতে BTV সম্প্রচার উদ্বোধন করা হয়?

উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনারের নাম কী?

উত্তরঃ রাজহংস

বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তরঃ ১০৪টি

জিম্বাবুয়ের জনক কে?

উত্তরঃ রবার্ট মুগাবে

AIIN এর বর্তমান সদস্য কত?

উত্তরঃ ৭৪টি

বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর কোনটি?

উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া

বৈশ্বিক অভিবাসনে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৬ষ্ঠ(শীর্ষে ভারত)

বৈশ্বিক তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ চীন

বৈশ্বিক তুলা আমদানিতে বাংলাদেশ কততম?

উত্তরঃ ২য় (আমদানিতে শীর্ষ চীন)

“হে বন্ধু বঙ্গবন্ধু” শিরোনামের গানটির গীতিকার কে?

উত্তরঃ গাজী মাজাহারুল আনোয়ার

শেয়ার বাজার নিয়ে প্রথম বই Confusion de Confusions এর লেখক কে?

উত্তরঃ জোসেব ডি লা ভেগা(স্পেন)

Views: 42 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top