সাধারন জ্ঞানঃ পর্ব ১

Table of Contents

সাধারন জ্ঞান

বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কতটি ভাষায় অনূদিত হয়েছে?

উত্তরঃ ১২টি(সর্বশেষ রুশ ভাষায়)

বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগান কতটি?

উত্তরঃ ১৬৭টি

পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কী?

উত্তরঃ Allium Cepa

পেঁয়াজ উৎপাদন-রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশের নাম কী?

উত্তরঃ

  • উৎপাদনে চীন
  • রপ্তানিতে নেদারল্যান্ড
  • আমদানিতে যুক্তরাষ্ট্র

বর্তমানে দেশে পৌরসভা কতটি?

উত্তরঃ ৩২৮টি (সর্বশেষ সিলেটের বিশ্বনাথ)

বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত?

উত্তরঃ হালিশহর,চট্টগ্রাম

International Year of Plant Health ঘোষণা করা হয় কোন সাল কে?

উত্তরঃ ২০২০ সালকে

International Year of Peace and Trust ঘোষণা করা হয় কোন সাল কে?

উত্তরঃ ২০২১ সালকে

NAM এর ১৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ বাকু, আজারবাইজান

৪৬তম G7 শীর্ষ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ১০-১২ জুন ২০২০ যুক্তরাষ্ট্রে

স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ চীন (মজুদে যুক্তরাষ্ট্র)

বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে?

উত্তরঃ অতুল তিওয়ারি

“ইনডেমনিটি”(নিরাপত্তা) পথনাটকের রচয়িতা কে?

উত্তরঃ মান্নান হীরা

দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট কোথায় অবস্থিত?

উত্তরঃ মোংলা,বাগেরহাট

দেশের বৃহত্তম পানি শোধানাগার কোনটি?

উত্তরঃ পদ্মা জলদিয়া, লৌহজং,মুন্সিঞ্জ

দেশে প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ সোনাগাজী ফেনী

ফেনী নদীর উৎপত্তি কোথায়?

উত্তরঃ খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়

বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর (Museum of Islamic Arts) কোথায় অবস্থিত?

উত্তরঃ দোহা, কাতার

১ কিউসেক পানি সমান কত?

উত্তরঃ ২৮.৩১৮ লিটার বা সেকেন্ড

চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন কে?

উত্তরঃ অভিজিৎ ব্যানার্জি

(৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়)

Views: 45 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top