Skip to content

সাধারন জ্ঞানঃ পর্ব ৭

  • by

সাধারন জ্ঞান

সাম্প্রতিক বিষয়াবলী

০১. বিশ্ব পর্যটন সংস্থা(UNWTO) প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়।

০২. জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN) ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।

০৩. আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।

০৪. বিশ্ব আবহওয়া সংস্থা (WMO) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ বিশ্ব আবহওয়া সংস্থা (WMO) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।

০৫. পরিবেশবাদী সংস্থা (গ্রিনপিস) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ পরিবেশবাদী সংস্থা (গ্রিনপিস) ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।

০৬. জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

০৭. Water Aid কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ Water Aid ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।

০৮. বাংলাদেশে প্রবাহিত মোট নদ-নদীর সংখ্যা কতটি?

উত্তরঃ৩১০টি যার মোট দৈর্ঘ্য ২৪১৪০ কি.মি.

০৯. বাংলাদেশে প্রবাহিত আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী কতটি?

উত্তরঃ ৫৭টি (বাংলাপিডিয়ার তথ্য মতে ৫৮টি)

১০. বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?

উত্তরঃ ৫৪টি

১১. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?

উত্তরঃ৩টি। নদী তিনটি যথাক্রমেঃ নাফ, সাঙ্গু ও মাতামুহুরী

১২. ভুটান-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?

উত্তরঃ দুধকুমার

১৩. চীন-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদের নাম কী?

উত্তরঃ ব্রহ্মপুত্র

১৪. নেপাল-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?

উত্তরঃগঙ্গা

১৫. বাংলাদেশের দীর্ঘতম-প্রশস্ততম-গভীরতম নদীর নাম কী?

উত্তরঃ মেঘনা (দৈর্ঘ্য ৩৩০কি.মি, প্রস্থ ১৩০০০ মিটার, গভীরতা ২৭মিটার)

১৬. বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?

উত্তরঃ গোবরা (দৈর্ঘ্য ৪ কি.মি)

১৭. বাংলাদেশ-ভারত নদী কমিশন কবে গঠিত হয়?

উত্তরঃ ১৯ মার্চ ১৯৭২ সালে।

১৮. জাতীয় নদী রক্ষা কমিশন কবে গঠিত হয়?

উত্তরঃ৩ আগস্ট ২০১৪

১৯. নদী রক্ষার অবদানের জন্য কোন পদক দেওয়া হয়?

উত্তরঃ বঙ্গবন্ধু নদী পদক(প্রবর্তন ২০১৯)

২০. বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষদেশ কোনটি?

উত্তরঃ তুরস্ক

২১. “ডুকলাম” ত্রিমুখী সীমান্তটি কোন কোন দেশকে সংযুক্ত করেছে?

উত্তরঃচীন, ভারত, ভুটানকে

২২. মিয়ানমার থেকে প্রথম কত সালে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমন ঘটে?

উত্তরঃ ১৯৭৮ সালে

২৩. জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ মোনাকো

২৪. জাতীয় ভোটার ও পাট দিবস কবে?

উত্তরঃ ১ ও ৬ মার্চে

২৫. দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?

উত্তরঃ উত্তরা, নীলফামারী।

২৬. দেশের প্রথম সাবমেরিন ঘাটি কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রামে

২৭. বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃসীতাকুণ্ড, চট্টগ্রাম

২৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

উত্তরঃ১৯৪৭ সালে আইন বিভাগে।

২৯. কোন চুক্তির ভিত্তিতে ছয়দফা রচিত হয়?

উত্তরঃ তাসখন্দ চুক্তি

৩০. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কী?

উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প।

৩১. বাংলাদেশের কোথায় চা বোর্ড অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রামে

৩২. দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ গজারিয়া, মুন্সিগঞ্জে

৩৩. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?

উত্তরঃ নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭ বর্গকি.মি)

৩৪. নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় জার্মানির কোন শহর থেকে?

উত্তরঃ মিউনিক

৩৫. কে সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন?

উত্তরঃ হিপোক্রেটিস

৩৬. OPCW শান্তিতে নোবেল পুরস্কার পায় কবে?

উত্তরঃ ২০১৩ সালে

৩৭. ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠিতা কে?

উত্তরঃ পিটার হাজন

৩৮. ২০১৭ সালের পর থেকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ কোথায় অবস্থিত?

উত্তরঃ দিনাজপুরে

৩৯. বাপেক্স কবে গঠিত হয়?

উত্তরঃ ১৯৮৯ সালে

৪০. জেব্রা ক্রসিং সর্বপ্রথম কোনন দেশে ব্যবহৃত হয়?

উত্তরঃ যুক্তরাজ্যে

৪১. বাংলাদেশের কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?

উত্তরঃ পল্টন ময়দানে

৪২. ঢাকা মেট্রোরেলের প্রস্তাবিত দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তরঃ ২০ কি.মি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *