সাম্যবাদী
কাজী নজরুল ইসলাম
বিদ্রোহী কবি কাকে বলা হয়?
ক) কাজী নজরুল ইসলাম
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) ফররুখ আহমদ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
অমৃত হিয়ার নিভৃত অন্তরালে দেবতা ঠাকুর হাসেন কেন?
ক) মানুষের নির্বুদ্ধিতা দেখে
খ) ধর্মের নামে হানাহানি দেখে
গ) মানুষ পৃথিবীতে দেবতা খোজে বলে
ঘ) মহাবিশ্বের মহাবেদনার ডাক শুনে
কাকে মৃত কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে?
ক) পুঁথিকে
খ) অন্তরকে
গ) দেবতাকে
ঘ) মন্দিরকে
‘ঝুট’ শব্দের অর্থ কী?
ক) গ্রন্থ
খ) সত্য
গ) অহংকার
ঘ) মিথ্যা
কবি সাম্যের গান গেয়েছেন কেন?
ক) স্বাধীনতা লাভের জন্য
খ) শান্তি প্রতিষ্ঠার জন্য
গ) সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করতে
ঘ) মানুষে মানুষে ভেদ দূর করতে
‘সাম্যবাদী’ কবিতায় কবি মানুষের কোন পরিচয়কে বড় করে দেখেছেন?
ক) জাতি পরিচয়
খ) সাম্প্রদায়িক পরিচয়
গ) মানুষ পরিচয়
ঘ) পেশাগত পরিচয়
মাদার তেরেসা জাতি-ধর্ম নির্বিশেষে সারা জীবন অসহায় মানুষের সেবা করেছেন। ‘সাম্যবাদী’ কবিতার সাথে মাদার তেরেসার সাদৃশ্য কোথায়?
ক) নিম্নশ্রেণির মানুষে বিশ্বাস
খ) জাতি ধর্মে বিশ্বাস
গ) সকল ধর্মে বিশ্বাস
ঘ) মানব ধর্মে বিশ্বাস
‘সাম্যবাদী’ কবিতায় কবি ঝুট বলেননি কেন?
ক) হৃদয়ে বিধাতা আছেন তা মিথ্যে নয় বলে
খ) মন্দিরে দেবতা আছে একথা সত্য তাই
গ) উপাসনালয় সাধনার প্রকৃত স্থান বলে
ঘ) হৃদয় মন্দিরই প্রকৃত তীর্থক্ষেত্র নয় বলে
‘আবেস্তা’ কাদের ধর্ম গ্রন্থ?
ক) প্রাচীন হিব্রু জাতির
খ) চাকমাদের
গ) পারস্যের অগ্নি উপাসকদের
ঘ) আরবের মূর্তি উপাসকদের
পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ কোনটি?
ক) জেন্দা
খ) আবেস্তা
গ) বাইবেল
ঘ) ত্রিপিটক