সারমর্ম: আমার একার সুখ, সুখ নহে ভাই

বাংলা দ্বিতীয় পত্র

আমার একার সুখ, সুখ নহে ভাই

আমার একার সুখ, সুখ নহে ভাই,
সকলের সুখ সখা, সুখ শুধু তাই।
আমার একার আলাে সে যে অন্ধকার
যদি না সবারে অংশ দিতে আমি পাই।
সকলের সাথে বন্ধু সকলের সাথে,
যাইব কাহারে বলাে, ফেলিয়া পশ্চাতে?
ভাইটি আমার সেতো ভাইটি আমার।
নিয়ে যদি নাহি পারি হতে অগ্রসর,
সে আমার দুর্বলতা, শক্তি সে তাে নয়।
সবই আপন হেথা, কে আমার পর?
হৃদয়ের যােগ সে কি ছিন্ন হয়?
এক সাথে বাচি আর এক সাথে মরি,
এসাে বন্ধু, এ জীবন মধুময় করি।

সারমর্ম:

নিজের সুখের মধ্যে প্রকৃত সুখ নেই, সকলের মনে সুখের সঞ্চার করতে পারলেই পরিপূর্ণ সুখ পাওয়া যায়। সকল মানুষের সঙ্গে সম্পর্ক থাকায় সকলের কল্যাণ সাধনই মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। তাই একত্রে প্রীতির বাঁধনে সকলের মঙ্গল সাধনায় জীবন যাপনের মধ্যেই সার্থকতা ফুটে ওঠে।

Views: 70 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top