আসিতেছে শুভ দিন – সারমর্ম

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার লেখনী ছিল অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার, তাই তাকে বিদ্রহী কবি বলা হয়। কবির সঞ্চিতা কাব্যগ্রন্থের অন্তর্গত কুলি মজুর কবিতা আমাদের আজকের আলোচ্য। এ কবিতায় কবি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি কুলি-মজুর-মুটে শ্রেণির মানুষের অধিকারের কথা বলেছেন। চলো কলি মজুর কবিতা অবলম্বনে আসিতেছে শুভ দিন – সারমর্ম টি পড়ি…

 কুলি মজুর কবিতার সারমর্ম

আসিতেছে শুভ দিন


আসিতেছে শুভ দিন

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।

হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,

পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,

তােমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,

তােমারে সেবিতে যাহারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,

তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাদের গান

তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

তুমি শুয়ে রবে তেতলার’পরে আমরা রহিব নীচে,

অথচ তােমারে দেবতা বলিব, সে ভরসা আজি মিছে।

সিক্ত যাদের সারা দেহমন মাটির মমতা রসে

এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে

তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি,

সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধূলি।

সারমর্ম:

নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং জীবনে কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে মজুর, কুলি, মুটে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ বিশ্ব সভ্যতার বিকাশে তাদের অবদান অতুলনীয়, অবিস্মরণীয়। তারা নররূপী দেবতা। তবুও সমাজে তারা ঘৃণিত, অবহেলিত। তাদের ঋনের কথা স্বার্থপর মানুষ ভুলে যায়। সেদিন বেশি দূরে নয়, যেদিন উঁচু তলার মানুষ গুলো ঋণশোধ করার মানসে মুটে, মজুর ও কলিকে সম্মান করবে, তাদের ত্যাগের কথা স্বীকার করবে।

সারমর্ম-২

শ্রমজীবি মানুষের শ্রমের বিনীময়ে আমরা সুখী জীবন যাপন করি। অথচ তাদের এই শ্রমের মূল্য আমরা দিই না।  অনুভব করতে চাইনা তাদের দুঃখ বেদনা। প্রকৃত পক্ষে তারাই মানব রূপী দেবতা। সুবিধাবাদীদের এই অত্যাচারের প্রতিশধ নেওয়ার সময় এসেছে। এখন থেকেই হবে নতুন যুগের সুচনা। 

YouTube

আসিতেছে শুভ দিন – সারমর্ম

কাজী নজরুলের সাহিত্য কর্ম বাদ দিয়ে কি বাংলা সাহিত্য কল্পনা করা যায়! নিঃসন্দেহে না। কবির সৃষ্টি জড়িয়ে আছে বাংলা সাহিত্যের পরতে পরতে। যেহেতু এখানে আমরা কেবলমাত্র সারমর্ম ও সারাংশ নিয়ে আলোচনা করছি তাই নিচে বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের রচিত সাহিত্য অবলম্বনে কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশ-সারমর্ম তুলে ধরা হলঃ

Leave a Reply

Scroll to Top