সারমর্ম: দন্ডিতের সাথে

দন্ডিতের সাথে

দন্ডিতের সাথে
দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
কোন ব্যথা নাহি পায়, তার দন্ডে দান
প্রবলের অত্যাচার। যে দ- বেদনা
পুত্ররে না পার দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহাঅপরাধী হবে তুমি তার কাছে।

সারমর্ম: অপরাধপ্রবণ মানুষের জন্মগত প্রবৃত্তি নয়। কাজেই কোনাে অপরাধীকে শাস্তি দেওয়ার আগে বিচারককে আন্তরিক ও সহমর্মী হওয়া উচিত। যে বিচারক দণ্ড দিতে গিয়ে অপরাধীর প্রতি সহানুভূতিশীল হন তার বিচারই হবে সর্বশ্রেষ্ঠ বিচার।

Views: 105 Views
❤️ 1
👎 0
😢 0
😡 0

1 thought on “সারমর্ম: দন্ডিতের সাথে”

  1. আপনাদের জন্য অনেক ছাত্র ছাত্রির শুভিদা হয়েছে। ধন্যবাদ Proshna.com <3

Leave a Reply

Scroll to Top