সারমর্ম: দ্যাখ, মানুষের কষ্ট থাকে না, হয় দিনে লোক খাঁটি

দ্যাখ, মানুষের কষ্ট থাকে না, হয় দিনে লোক খাঁটি

দ্যাখ, মানুষের কষ্ট থাকে না, হয় দিনে লোক খাঁটি
সোনার ফসল ফলায় যখন পায়ের তলার মাটি
মাটিরই যদি না এ হেন মূল্য মানুষের দাম নেই?
এই সংসারে এই সোজা কথা সব আগে বোঝা চাই।
বিশ্বপিতার মহাকারবার এই দিন দুনিয়াটা,
মানুষই তাহার মহামূল্যধন, কর্ম তাহার খাটা;
তাঁরি নাম নিয়ে খাটিবে যে জন, অন্ন তো তার মুখে,
বিধাতার এই সাচ্চা বাচ্চা কখনো পড়ে না দুঃখে।
তবে যে একথায় দেখিবারে পাই গরিবের দুর্গতি,
অর্থ তাহার- চেনা না সে তার শক্তির সংহতি।

সারমর্ম: এ পৃথিবীতে প্রকৃত খাঁটি মানুষ মাটিতেও সোনা ফলাতে পারে। সে পরিশ্রম ও মেধা দ্বারা সকল দুঃখ, কষ্টকে লাঘব করতে পারে। কর্মব্যস্ততাই জীবনকে সফল করে আর অলসতা জীবনকে ব্যর্থ করে।

Views: 73 Views
❤️ 1
👎 0
😢 0
😡 0

1 thought on “সারমর্ম: দ্যাখ, মানুষের কষ্ট থাকে না, হয় দিনে লোক খাঁটি”

  1. দেখ মানুষের কষ্ট থাকে না হয় যদি খাটি সোনার ফসল ফলায় যখন পায়ের তলায় মাটি | ব্যাকারণ ১১০ পাতা

Leave a Reply

Scroll to Top