সারমর্ম: পরের কারণে স্বার্থ দিয়া বলি

পরের কারণে স্বার্থ দিয়া বলি

পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও।
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
সুখ সুখ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে ততই ভাবিবে
ততই বাড়িবে হৃদয়-ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।

সারমর্ম: পরের জন্য জীবন উৎসর্গ করার মতাে সুখ আর নেই। স্বার্থপরতা জীবনের চরম উদ্দেশ্য নয়, এতে সুখ লাভ ও আনন্দ পাওয়া যায় না। প্রীতি, ভালােবাসা, সেবাব্রত এবং কল্যাণ সাধনের জন্য মানুষের জন্ম। তাই প্রত্যেকেরই অপরের কল্যাণ বা মঙ্গল কামনা করা উচিত।

❤️ 1
👎 0
😢 0
😡 0

3 thoughts on “সারমর্ম: পরের কারণে স্বার্থ দিয়া বলি”

Leave a Reply

Scroll to Top

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/proshna1/public_html/wp-includes/functions.php on line 5471