পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে,
মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে?
আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে
অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যা রে,
খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি না রে।
সারমর্ম: নিজস্বতাই মানুষের যথার্থ পরিচয় ও আত্মপ্রতিষ্ঠার ভিত্তিভূমি। পর ভাষা ও ভূষণ অনুসরণ করে মানুষ’ নকল ‘ মানুষ হয়ে উঠতে পারে। এতে মানুষের কোনাে মর্যাদা নেই বরং নিজেরই অমর্যাদা ঘটে। আপন মূল্যবােধ ও সত্তাকে ধারণ করেই মানুষ সত্যিকার প্রতিষ্ঠা ও মর্যাদা লাভ করতে পারে। বস্তুত অনুকরণ সর্বদাই নিন্দনীয়।
সারমর্ম ২:
এই কবিতায় নিজের স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পরের অনুকরণ করলে প্রকৃত সাফল্য পাওয়া যায় না, তাই আত্মবিশ্বাসী হয়ে নিজ গুণের বিকাশ ঘটাতে হবে।
সারমর্ম ৩:
এই কবিতায় নিজের স্বকীয়তা বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে। পরের অনুকরণ করে চলা অর্থহীন, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেককে নিজস্ব গুণ ও বৈশিষ্ট্য দিয়েছেন। অন্যের আচরণ নকল করলে সত্যিকারের সাফল্য ও গৌরব অর্জিত হয় না। তাই নিজস্বতা ধরে রেখে আত্মবিশ্বাসী হয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।