সারমর্ম: শৈশবে সদুপদেশ যাহার না রোচে

শৈশবে সদুপদেশ যাহার না রোচে

শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?
সময় ছাড়িয়া দিয়া করে পন্ড শ্রম,
ফল চাহে, সেও অতি নির্বোধ অধম।
খেয়াতরী চলে গেলে বসে থাকে তীরে।
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

সারমর্ম: সময়ের চাকা অবিরত চলতেই থাকে, কারও জন্যই অপেক্ষা করে না। তাই যে সময়ের কাজ তা সে সময়েই সম্পন্ন করতে হয়। সময় চলে গেলে সে কাজ কোনাে সুফল বয়ে আনতে পারে না।

Views: 92 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top