সারমর্ম: শ্বেত পীত কালো করিয়া সৃজিলে মানবে

শ্বেত, পীত, কালো করিয়া, সৃজিলে মানবে, সে তব সাধ

শ্বেত, পীত, কালো করিয়া, সৃজিলে মানবে, সে তব সাধ।
আমরা যে কালো, তুমি ভালো জান, নহে তাহা অপরাধ।
তুমি বলো নাই। শুধু শ্বেত দ্বীপে
জোগাইবে আলো রবি-শশী-দীপে
সাদা র’বে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান।
সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান।

সারমর্ম: নানা বর্ণে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করলেও মর্যাদার দিক থেকে সবাই সমান। কিন্তু মানুষ নিজেদের স¦ার্থে বর্ণবাদ নামক বিভেদের দেয়াল তৈরি করে স্রষ্টাকে অপমান করছে।

Views: 72 Views

Leave a Reply

Scroll to Top