সারমর্ম: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মাগো তোমায় ভালবেসে।
জানি না তোর ধন-রতন আছে কিনা রাণীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।
কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল.
কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।

সারমর্ম: জন্মভূমিকে ভালােবাসলে জীবন সার্থক হয়। জন্মভূমির চিন্তা মানুষকে মহত্ত্ব ও গৌরব দান করে। জন্মভূমির আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, ফল, ফুল সত্যই প্রিয়। জন্মভূমির মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে জীবন ধন্য ও সার্থক হয়।

Views: 77 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top