সারমর্ম: স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালবাসে

বাংলা দ্বিতীয় পত্র

স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালবাসে

স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালবাসে,
সুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়া নাশে।
স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দান,
স্পর্শে তাহার নেচে উঠে শূন্য দেহে প্রাণ।
মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয়তলে,
বুক ফুলিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।

সারমর্ম:

স্বাধীনতা স্পর্শমণি, কারণ এটি মানুষের দুঃখে শান্তি প্রদান করে, মানুষের নির্জীব দেহে প্রাণ সঞ্চার করে। স্বাধীনতার কল্যাণে ভীরু মানুষও মনুষ্যত্বের ডাকে বুক ফুলিয়ে দণ্ডায়মান হয়।

Views: 158 Views
❤️ 7
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top