১৯২৭ সালে প্রকাশিত বিদ্রহী কবি কাজি নজরুল ইসলামের সিন্ধু-হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা ‘দারিদ্র’। আমাদের আজকের আলোচ্য ‘দারিদ্র‘ কবিতা অবলম্বনে ‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান – সারমর্ম’। তাহলে চলো শুরু করা যাক…
একাডেমিক প্রশ্ন
হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান!

সারমর্ম:
দারিদ্র যন্ত্রণাদায়ক, কিন্তু দুঃখের দহনেই মানুষ হয় নিকষিত খাটি। অতি দারিদ্র মানুষের কল্পনাকে শুকিয়ে ফেলে তার কল্পলােককে। পরিণত করে উষর মরুভূমিতে। কিন্তু কবির কাব্যে সত্য প্রকাশের যে বলিষ্ঠ অসংকোচ ভাব দেখা যায়, তা দারিদ্রের দুঃসহ দাহনের ফলেই সম্ভব হয়েছে। তাই কবি দারিদ্রকে অভিশাপ মনে করছেন না।