সারাংশঃ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ

Popular Android Apps For Students
Spread the love

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোন লােক সমাদর লাভের যােগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়া থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোন কোন বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি বহু মূল্যবান পদার্থ বটে। কিন্তু তাই বলিয়াই যেমন মণিলাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যালাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে। কেননা দুর্জনের সাহচর্যে আপনার নিষ্কলুষ চরিত্রও কলুষিত হইতে পারে এবং মানবজীবনের অমূল্য সম্পদ নষ্ট হইতে পারে ।


সারাংশঃ

বিদ্যা অমূল্য বিষয়। কিন্তু চরিত্র তার চেয়েও মূল্যবান। চরিত্রহীন বিদ্বান ব্যক্তি মণিময় বিষধর সাপের মতো পরিত্যাজ্য। যে ব্যক্তি বিদ্বান ও চরিত্রবান তার সহচর্য কল্যানকর। কিন্তু চরিত্রহীন বিদ্বানের সান্নিধ্য বিপজ্জনক।

What’s your Reaction?
+1
120
+1
56
+1
22
+1
15
+1
14
+1
22

1 thought on “সারাংশঃ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ”

আপনার মতামত জানানঃ

%d bloggers like this: