You are currently viewing সারাংশঃ লােকলজ্জা মানুষের বহু মহৎ বাসনাকে অঙ্কুরেই বিনষ্ট করে

সারাংশঃ লােকলজ্জা মানুষের বহু মহৎ বাসনাকে অঙ্কুরেই বিনষ্ট করে

বাংলা দ্বিতীয় পত্র

লােকলজ্জা মানুষের বহু মহৎ বাসনাকে অঙ্কুরেই বিনষ্ট করে


লােকলজ্জা মানুষের বহু মহৎ বাসনাকে অঙ্কুরেই বিনষ্ট করে। কাজ করিতে গেলে প্রথমেই আমরা মানুষ কি ভাবিবে বলিয়া সঙ্কোচ বােধ করি। মনে আমাদের বহু সময়েই নানারূপ মহৎ ও কল্যাণচিন্তা উদিত হয়। কিন্তু সেসব বাসনাকে কার্যে রূপায়িত করিতে গেলেই লােকলজ্জার বাধা সামনে আসিয়া দাঁড়ায়। যখন অপরের দুঃখে হৃদয় কাঁপিয়ে ওঠে, তখনও চোখে জল দেখিয়া লােকে কি সমালােচনা করিবে ইহা ভাবিয়া আমরা সযত্নে চোখের পানি মুছিয়া ফেলি। হয়তাে একটি মাত্র স্নেহের কথা বলিয়া দুঃখীর চিত্তোতাপ কিছু পরিমাণ প্রশমিত করা সম্ভব; সেইরূপ করিবার ইচ্ছাও হৃদয়ে জাগে, কিন্তু লােকলজ্জার ভয়ে আমরা নীরব থাকি। মহৎ উদ্দেশ্যে অপরে যখন দলবদ্ধ হইয়া সমুদ্রে ঝাপাইয়া পড়িতে চায় তখন আমরা অনেকে মানুষে কি বলিবে ভাবিয়া নিরস্ত থাকি।

সারাংশ:
মহৎ অনুভূতি ও কল্যাণচিন্তা মানুষের মনে মাঝে মাঝে উঁকি মারে। এসব চিন্তার বাস্তব রূপদানেও মানুষ সংকল্পবদ্ধ হয় কিন্তু মহৎ অনুভূতিগুলােকে যখন কার্যে পরিণত করতে যায় তখন বড় বাধা হয়ে দাঁড়ায় লােকলজ্জা। লােকলজ্জাকে অতিক্রম করেই মহৎ কাজ করতে হবে।

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ

Views: 2 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply