বাংলা দ্বিতীয় পত্র – সারাংশ
স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন
স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন, তেমন স্বাধীনতা রক্ষার জন্য সত্য, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়ােজন। সত্যের প্রতি শ্রদ্ধাবােধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন, নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ লােক মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পােহাতে হবে। কিন্তু মানুষ ও জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।
সারাংশ:
স্বাধীনতা অর্জন ও রক্ষার জন্য সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়ােজন। জাতির অধিকাংশ লোক মিথ্যাচারী হলে অল্পসংখ্যক সত্যনিষ্ঠ লােককে দুর্ভোগ সহ্য করতে হয়। তবে, জাতির প্রতিষ্ঠার জন্য কষ্টভােগ অপরিহার্য।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ
- মানুষের জীবনে ভাষার স্থান যে কত বড় তা আমরা খুব কমই ভেবে থাকি
- ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ
- বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই
- বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ
What’s your Reaction?
+1
12
+1
2
+1
+1
1
+1
+1
1