Popular Android Apps For Students
বাংলা দ্বিতীয় পত্র – সারাংশ
কোন পাথেয় নিয়ে তােমরা এসেছ?
‘কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা। তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। কী শিখতে হবে ভেবে দেখ। পাখি তার বাপ-মায়ের কাছে কী শেখে? পাখা মেলতে শেখে, উড়তে শেখে। মানুষকেও তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে, তাকে শিখতে হবে কী করে বড় করে আকাঙ্ক্ষা করতে হয়। পেট ভরাতে হবে। এ শেখাবার জন্যে বেশি সাধনা দরকার নেই; কিন্তু পুরোপুরি মানুষ হতে হবে- এই শিক্ষার জন্যে যে অপরিমিত আকাঙ্ক্ষার দরকার তাকেই শেষ পর্যন্ত জাগিয়ে রাখবার জন্যে মানুষের শিক্ষা।’
সারাংশ:
শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য আসে। তবে এক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্যকে জেনে নিতে হবে। ক্ষুৎপিপাসার জন্য যে শিক্ষা তার জন্য বেশি সাধনা নিষ্প্রয়ােজন কিন্তু যথার্থ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা তার জন্য দরকার কঠোর সাধনা, সীমাহীন অধ্যবসায়।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ
- পরীক্ষায় পাস করিবার এই হাস্যোদ্দীপক উন্মত্ততা
- নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান
- নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কী
- ধনীর যথার্থ পরীক্ষা দানে, যাহার প্রাণ আছে
What’s your Reaction?
+1
1
+1
2
+1
1
+1
+1
+1