সাহিত্যিক পরিচিতিঃ রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Contents

সাহিত্যিক পরিচিতি

রবীন্দ্রনাথ ঠাকুর

০১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৬১ খ্রিষ্টাব্দের ১৭ই মে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে
গ. ১৯৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে
ঘ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ১৭ই মে

০২. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?

ক. পশ্চিমবঙ্গের হুগলি জেলায়
খ. পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায়
গ. কলকাতার জোড়াসাঁকোয়
ঘ. পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়

০৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?

ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

০৪. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম গল্প রচনা করেন?

ক. সতেরো
খ. ষোল
গ. বারো
ঘ. দশ

০৫. বিশ শতকে রবীন্দ্রনাথ রচিত গল্পে কোন বিষয়ের প্রাধান্য দেখা যায় ?

ক. প্রকৃতিপ্রেম
খ. জীবনের গতিময়তা
গ. আধুনিকতা
ঘ. বাস্তবতা

০৬. কোন গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে?

ক. চোখের বালি
খ. সে
গ. ভিখারিনী
ঘ. লিপিকা

০৭. বিশ শতকে রবীন্দ্রনাথ রচিত গল্পে কোন বিষয়ের প্রাধান্য দেখা যায় ?

ক. প্রকৃতিপ্রেম
খ. জীবনের গতিময়তা
গ. আধুনিকতা
ঘ. বাস্তবতা

০৮. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?

ক. ভিখারিনী
খ. মুসলমানীর গল্প
গ. গোরা
ঘ. চোখের বালি

০৯. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?

ক. রক্তকরবী
খ. গোরা
গ. শিউলিমালা
ঘ. কহেলিকা

১০. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে?

ক. ১৪৩৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ
খ. ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ
গ. ১৪৩২ বঙ্গাব্দের ২১শে শ্রাবণ
ঘ. ১৩৬৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ

Views: 45 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top