Welcome to your সিরাজউদ্দৌল্লা নাটকের কুইজ
1. 'কলিমদ্দি দফাদার' সব সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রাইসুল জুহালার কর্মকাণ্ডে প্রতিভাত হয়?
2. 'সিরাজউদ্দৌলা' কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেন?
3. সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কীসের শিল্প মানসকে স্পর্শ করেছে?
4. ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কেন?
5. 'নাটক' শব্দের আভিধানিক অর্থ কী?
6. 'সিরাজউদ্দৌলা' নাটকটি কয়টি অঙ্ক ও দৃশ্যে রচিত?
7. সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে কত টাকা অগ্রিম দিতে হয়?
8. ভাগীরথী নদী কোথায় অবস্থিত?
9. 'সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিন্যাল'- উত্তিটি কার?
10. নবীন মাধব নিতান্তই অকর্মণ্য নাচওয়ালি ছাড়া সে কিছুই জানে না। নবীন মাধব চরিত্রটির সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়?