Skip to content

সেই অস্ত্র – MCQ

সেই অস্ত্র

আহসান হাবীব


আহসান হাবীবের জন্ম কোন জেলায়?

ক) কুমিল্লা
খ) নোয়াখালী
গ) পিরোজপুর
ঘ) ফেনী

পৃথিবীর মানুষ আজ বড় বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে। ‘সেই অস্ত্র কবিতানুসারে কোন জিনিসটি পারে মানুষের এই ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে?

ক) বিশ্বাস
খ) সহনশীলতা
গ) ভালোবাসা
ঘ) প্রতিযোগিতা

সেই অস্ত্র কবিতায় বার বার বিধ্বস্ত হওয়া কোন নগরীর কথা উল্লেখ আছে?

ক) ট্রয়
খ) এথেন্স
গ) রোম
ঘ) স্পার্টা

মানব বসতির বুকে মুহুর্তের অগ্যুৎপাত কেন?

ক) মানুষের প্রতি মানুষের জিঘাংসার কারণে
খ) মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে
গ) মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধার কারণে
ঘ) আগুনের প্রতি ভালোবাসার কারণে

কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?

ক) আরও বেগবান
খ) আরও উত্তাল
গ) আরও কল্লোলিত
ঘ) আরও দীঘল

‘অমোঘ’ শব্দের অর্থ কী?

ক) অব্যর্থ
খ) চিরন্তন
গ) অনন্ত
ঘ) চরম

হিংসা ও করাল গ্রাসে অনেকেই কী শূন্য হয়ে পড়ে?

ক) সম্পদ শূন্য
খ) অর্থশূন্য
গ) মানবিকতাশূন্য
ঘ) অন্তঃসারশন্য

‘যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে–

i. শান্তির অস্ত্রের প্রতীক্ষা
ii. মারণাস্ত্র পরাভূত করার আকাঙ্খা
iii. শান্তির বীজ বপন করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *