|

অনুচ্ছেদঃ পথ শিশু

proshna featured

2 min read

Advertisements

অনুচ্ছেদ লিখন

পথ শিশু


পথশিশু বলতে পথে পথে ঘুরে বেড়ানাে, জীবনযাপনকারী শিশুদের বােঝায়। শহরের ছােট-বড় পথে আমরা যাদেরকে খেলতে দেখি, ছােটাছুটি করতে দেখি, মারামারি করতে দেখি এরাই পথশিশু। এরা নানা রকম কাজ করে। কেউ জোগালির কাজ বা ফাইফরমাশ করে, মুটেগিরি করে, ইট ভাঙে, ফুল, চকলেট বা টুকটাক কিছু বিক্রি করে, কাগজ কুড়ায় বা ভিক্ষা করে। এদের পথই ঘর, পথই আশ্রয়। এদের কারও বাবা আছে তাে মা নেই, কারও বাবা নেই, আবার কারও বাবা মা কেউ নেই।

মানুষের কিল, ঘুষি, লাথি খেয়ে, হােটেলের উচ্ছিষ্ট চেটে এরা বড় হয়। খুব কম বয়স থেকেই চোর, গুণ্ডা, বদমাশ, বাটপাড়, ছিনতাইকারী, বােমাবাজ, খুনিদের দেখে দেখেই এরা বেড়ে ওঠে। ভালাে মানুষরূপী দানবদের ভয়ংকর চেহারার সাথেও এদের পরিচয় হয়। আবার সত্যিকারের ভালাে চরিত্রের মানুষদেরও সাক্ষাৎ পায় তারা, যারা তাদের বিপদ-আপদে আপনজনের মতাে সাহায্য সহযােগিতা করে।

এরা ব্যবসায়ীদের অপকর্ম, রাজনীতিবিদদের ছলচাতুরী, পুলিশের দুমুখাে রূপের খবরও রাখে। হাল আমলের নায়ক-নায়িকা, গানের শিল্পীদের এরা খুব পছন্দ করে। তাদের চলন বলন নকল করে আনন্দ পায়। খারাপ মানুষেরা এদের খারাপ পথে নিয়ে যায়। অবৈধ ব্যবসায়ীরা মাদকদ্রব্য বহন ও বিক্রি করাতে এদেরকে ব্যবহার করে। ফলে, এরাও মাদকাসক্ত হয়ে পড়ে। ভালাে মানুষেরা এদেরকে ভালােবেসে ভালাে কাজ করায়, ভালাে পরামর্শ দেয়। আজকাল, পথশিশুদের জন্য স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠে সুন্দর জীবন যাপন করতে পারে।

0
0
0
1
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *