|

অনুচ্ছেদঃ সততা

proshna featured

3 min read

Advertisements

অনুচ্ছেদ লিখন

সততা


সততা পরম দুঃখ কষ্টে অর্জিত ধন। সততা একটি পরম গুণ। একমাত্র সততার দ্বারাই প্রতিষ্ঠা লাভ সম্ভব। এ পৃথিবীতে ভালাে-মন্দ, সৎ-অসৎ, সত্য-মিথ্যা পাশাপাশি বিরাজমান। জীবনে প্রকৃত ও স্থায়ী সাফল্য লাভ করতে হলে সৎ পথে জীবন চালিত করাই উত্তম কাজ। এখানে সাধু ও সৎ পথের যাত্রী যেমন রয়েছে, তেমনি রয়েছে, মিথ্যা ও অসৎ পথের যাত্রী। সজ্ঞানে ও সতর্কতার সঙ্গে অসৎ পথ পরিহার করতে হবে, কারণ সিদ্ধি লাভে সৎ পথের কোনাে বিকল্প নেই।

জীবনের যেকোনাে ক্ষেত্রে সততার মূল্য সবকিছুর উর্ধ্বে। একজন সৎ লােকই সবার কাছে বিশ্বস্ত ও শ্রদ্ধাভাজন হতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে অসৎ পথে চলেও বিরাট উন্নতি সাধন করেছে। কিন্তু মনে রাখা উচিত তার এ উন্নতি সাময়িক ও ক্ষণস্থায়ী; তাসের ঘরের মতাে যেকোনাে মুহূর্তে তা ভেঙে যেতে পারে। অসৎ পথে অর্জিত সাফল্য একদিন না একদিন ধ্বংস হবেই। অসৎ পথের যাত্রী টাকার জোরে সম্মান ও প্রতিপত্তি লাভ করলেও মানুষ মনে মনে তাকে ঘৃণা করে।

অন্যদিকে সৎ পথের যাত্রী শত দুঃখ-কষ্টের মধ্যে জীবন, যাপন করুক না কেন, মানুষের কাছে সে শ্রদ্ধার পাত্র। ব্যবসায় বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি যেকোনাে ক্ষেত্রে একমাত্র সৎ পথের ব্যক্তিই পরিণামে সাফল্যের স্বর্ণশিখরে আরােহণ করতে পারে। মহৎ কাজ করতে গেলে ও সৎ পথে চলতে গেলে হাজার দুঃখ-কষ্ট এসে আমাদের পথরােধ করে দাঁড়াবে। কিন্তু এসব দুঃখ-কষ্টকে বাধা হিসেবে না মেনে, সত্যের পথ পরিত্যাগ না করে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত। মনে রাখা দরকার যে, একদিন না একদিন সততার জয় এবং অসততার পরাজয় হবেই। মানবজীবনে চলার পথে সততা সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি এতে কোনাে সন্দেহ নেই। সুতরাং বলা যায়,’ Honesty is the best policy. ‘

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • |

    ভাব-সম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নাই

    3 min read Table of Contents কীর্তিমানের মৃত্যু নাই মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। কীর্তিমানের মৃত্যু নাই অথবা, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। ভাব-সম্প্রসারণ: মানুষ মরণশীল হলেও কর্মগুণে অমরত্ব লাভ করা সম্ভব। বেঁচে থাকার মানে জৈবিকভাবে বেঁচে থাকা নয়, অমরত্ব লাভ করা। সংক্ষিপ্ত মানবজীবনকে অনন্তকাল বাচিয়ে রাখতে হলে তথা…

  • সারমর্ম: হায় ঋষি-দরবেশ

    2 min readহায় ঋষি-দরবেশ ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন হায় ঋষি-দরবেশ,বুকের মানকে বুকে ধরে তুমি খোঁজ তারে দেশ-দেশ?সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,স্রষ্টারে খোঁজ-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে।ইচ্ছা-অন্ধ ! আখি খোলো, দেখ দর্পণে নিজ কায়া,দেখিবে, তোমারি সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া।শিহরি উঠো না, শাস্ত্রবিদদের করো নাক বীর ভয়-তাহারা খোদার খোদ প্রাইভেট…

  • সারমর্ম: মৃত্যুও অজ্ঞাত মোর। আজি তার তরে

    2 min readমৃত্যুও অজ্ঞাত মোর। আজি তার তরে ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন মৃত্যুও অজ্ঞাত মোর। আজি তার তরেক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁদিতেছি ডরে।সংসার বিদায় দিতে, আঁখি ছলছলিজীবন আঁকড়ি ধরি আপনার বলিদুই ভুজে।ওরে মূঢ়, জীবন-সংসারকে করিয়া রেখেছিল এত আপনারজনম মুহূর্ত হতে তোমার অজ্ঞাতেতোমার ইচ্ছার উপর। মৃত্যুর প্রভাতেসেই অচেনার মুখ হেরিব আবারমূহূর্তের চেনার মতো। জীবন আমারএত…

  • |

    সারাংশ: ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ

    2 min read Table of Contents ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ সারাংশ: ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। দেশ-কাল-জাতি ধর্মের সীমার উর্ধ্বে ইহাদের সেনানিবাস। আজ আমরা- মুসলিম তরুণেরা- যেন অকুণ্ঠিত চিত্তে বলিতে পারি- ধর্ম আমাদের ইসলাম, কিন্তু…

  • |

    কাঁটাবনের গােলাপই সত্যিকারের গােলাপ

    3 min read Table of Contents কাঁটাবনের গােলাপই সত্যিকারের গােলাপ কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতেদুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? কাঁটাবনের গােলাপই সত্যিকারের গােলাপ অথবা, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতেদুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? ভাব-সম্প্রসারণ: অনায়াসে লন্ধ কোনাে জিনিসের চেয়ে কষ্টে প্রাপ্ত জিনিসের মূল্য অনেক বেশি। কঠিন বাস্তবতার পথ পাড়ি…

  • |

    যুগে যুগে আদর্শবাদীরাই জগৎকে আনন্দে, শান্তিতে, সাম্যে প্রতিষ্ঠিত করেছেন

    2 min read Table of Contents যুগে যুগে আদর্শবাদীরাই জগৎকে আনন্দে, শান্তিতে, সাম্যে প্রতিষ্ঠিত করেছেন সারাংশ: যুগে যুগে আদর্শবাদীরাই জগৎকে আনন্দে, শান্তিতে, সাম্যে প্রতিষ্ঠিত করেছেন যুগে যুগে আদর্শবাদীরাই জগৎকে আনন্দে, শান্তিতে, সাম্যে প্রতিষ্ঠিত করেছেন। যাহারা বৃহৎ-এর চিন্তা করেন, তাহারা পৃথিবীতে বৃহৎ কল্যাণ আনয়ন করেন। ক্ষুদ্রত্বের বন্ধনে বাঁধা থাকিলে জীবন, যৌবন ও কর্মের শক্তি ক্ষুদ্র হইয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *