|

অপরিচিতা গল্পের MCQ [PDF Download & Quiz]

proshna featured

6 min read

Advertisements

Table of Contents

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর


অপরিচিতা গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি যৌতুক বিরোধি ছোট গল্প। এ গল্পে লেখক যৌতুক প্রতিরোধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের পথ তুলে ধরেছেন। HSC পরিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্রে অপরিচিতা গল্প থেকে যে MCQ প্রশ্ন গুলো প্রায়ই কমন থাকে তেমন কিছু প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিচে তুলে ধরা হল।

প্রশ্ন ডট কম

বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে?

 ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?

ক) অনুপম রুচিবান
খ) অনুপম রূপবান
গ) অনুপম সৎপাত্র
ঘ) অনুপম ব্যতিত্বসম্পন্ন

‘মেয়ে যদি বল, তবে’_ উত্তিটি কার?

ক) অনুপমের
খ) শম্ভুনাথের
গ) হরিশের
ঘ) মামার

‘অপরিচিতা’ গল্পে রসবোধসম্পন্ন চরিত্র কোনটি?

ক) হরিশ
খ) বিনুদা
গ) কল্যাণী
ঘ) শম্ভুনাথ

মন্দ নয় হে, খাটি সোনা বটে। -উক্তিটি কার?

ক) বিনুদার
খ) হরিশের
গ) মামার
ঘ) ঘটকের

‘তিনি বড়ই চুপচাপ’_ এখানে কার কথা বলা হয়েছে?

ক) মামা
খ) হরিশ
গ) শম্ভুনাথ সেন
ঘ) মা

‘অপরিচিতা’ গল্পে ‘আমার জীবনটা না দৈর্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে, বলতে কী বোঝানো হয়েছে?

ক) সংসার অনভিজ্ঞ
খ) কমবয়সী হিসেবে
গ) বিয়ের অনুপযুক্ত
ঘ) মামার ওপর নির্ভরশীল

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট নমক গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু নৈবত্তিক প্রশ্ন আলোচনা করা হয়েছে এই পোষ্টটিতে। আশা করছি লেখাটি শিক্ষার্থীদের উপকারে আসবে। চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু MCQ রেইনকোট- আখতারুজ্জামান ইলিয়াস

প্রশ্ন ডট কম

‘শিমুলের বাবা তার ছেলের বউকে পদানত করে রাখার বাসনায় ধনী পরিবারের কন্যা চান না।”__ ‘অপরিচিতা’ গল্পে শিমুলের বাবার সাথে তুলনীয় চরিত্র কোনটি?

ক) হরিশ
খ) শম্ভুনাথ
গ) অনুপম
ঘ) মামা

কল্যাণীর বাবা বিয়ের কত দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান?

ক) তিন দিন
খ) সাত দিন
গ) পাঁচ দিন
ঘ) নয় দিন

‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?

ক) চতুরতা
খ) হীনন্মন্যতা
গ) সচেতনতা
ঘ) দায়িত্বপরায়ণতা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?

ক) কন্যার পিতা গরিব বলে
খ) যৌতুক দিতে না পারায়
গ) মামার হীন ব্যবহার
ঘ) শম্ভুনাথ বাবুর অনিচ্ছায়

স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?

ক) বই
খ) ব্যাগ
গ) ক্যামেরা
ঘ) চশমা

বিয়ে ভেঙ্গে যাওয়ার পর অনুপমা মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে।- অনুপমার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের মিল রয়েছে?

ক) আহ্লাদির
খ) কল্যাণীর
গ) জমিরনের
ঘ) মাদাম লোইসেলের

মাটির খোলের দু’পাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্র নিচের কোনটি?

ক) খঞ্জনী
খ) মৃদঙ্গ
গ) তবলা
ঘ) একতারা

‘অপরিচিতা’ গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা?

ক) উত্তম
খ) নাম
গ) মধ্যম
ঘ) উত্তম ও মধ্যম

গল্পকথকের সাতাশ বছরের জীবনটা বড় নয় _

i. দৈর্ঘ্যের হিসেবে
ii. গুণের হিসেবে
iii. তাৎপর্যের হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii

‘থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা।’- অনুপমের এ উত্তিতে প্রকাশ পেয়েছে তার __

i. অক্ষমতা
ii. নির্ভরতা
iii. ব্যক্তিত্বহীনতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii

‘চন্দনার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রঘুদাস শ্রীনগরে গিয়েছিল। ‘অপরিচিতা’ গল্পে রঘুদাসের অনুরূপ চরিত্র হলো –

i. বিনুদাদা
ii. হরিশ
iii. অনুপমের পিসতুতো ভাই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii

আরও পড়ুনঃ

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *