SSC অর্থনীতি | | দ্বিতীয় অধ্যায়: অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ MCQ

proshna featured

11 min read

Advertisements

SSC অর্থনীতি

দ্বিতীয় অধ্যায়: অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ


১. অর্থনীতিতে কোনো জিনিসকে সম্পদ বলতে হলে তার প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

সঠিক উত্তর: গ) ৪টি

ব্যাখ্যা: অর্থনীতিতে কোনো জিনিসকে সম্পদ বলতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এগুলো হলো- উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। [cite: 263]

২. নিচের কোনটি সম্পদের বৈশিষ্ট্য নয়?
ক) উপযোগ
খ) অপ্রাচুর্যতা
গ) অবিচ্ছিন্নতা
ঘ) হস্তান্তরযোগ্যতা

সঠিক উত্তর: গ) অবিচ্ছিন্নতা

ব্যাখ্যা: সম্পদের বৈশিষ্ট্যগুলো হলো উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। অবিচ্ছিন্নতা সম্পদের বৈশিষ্ট্য নয়। [cite: 264]

৩. “উপযোগ” বলতে কী বোঝায়?
ক) কোনো দ্রব্যের বাজার মূল্য
খ) কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা
গ) কোনো দ্রব্যের উৎপাদন খরচ
ঘ) কোনো দ্রব্যের সহজলভ্যতা

সঠিক উত্তর: খ) কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা

ব্যাখ্যা: উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। [cite: 264]

৪. প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক) যন্ত্রপাতি
খ) শিক্ষকের পাঠদান
গ) বনভূমি
ঘ) কাঁচামাল

সঠিক উত্তর: গ) বনভূমি

ব্যাখ্যা: প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন: ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ-নদী ইত্যাদি। [cite: 277, 278]

৫. মানুষের শারীরিক যোগ্যতা ও দক্ষতাকে কোন ধরনের সম্পদ বলা হয়?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) মানবিক সম্পদ
গ) উৎপাদিত সম্পদ
ঘ) আর্থিক সম্পদ

সঠিক উত্তর: খ) মানবিক সম্পদ

ব্যাখ্যা: মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। যেমন: শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগাঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। [cite: 279, 280]

৬. কাঁচামাল ও যন্ত্রপাতি কোন ধরনের সম্পদের উদাহরণ?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) মানবিক সম্পদ
গ) উৎপাদিত সম্পদ
ঘ) সামাজিক সম্পদ

সঠিক উত্তর: গ) উৎপাদিত সম্পদ

ব্যাখ্যা: প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন- কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা ইত্যাদি। [cite: 281, 282]

৭. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক) কয়লা
খ) চুনাপাথর
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) খনিজ তেল

সঠিক উত্তর: গ) প্রাকৃতিক গ্যাস

ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজসম্পদ। [cite: 292]

৮. সিমেন্ট ও কাচ উৎপাদনে কোন খনিজ সম্পদ ব্যবহৃত হয়?
ক) চীনামাটি
খ) চুনাপাথর
গ) সিলিকা বালু
ঘ) গন্ধক

সঠিক উত্তর: খ) চুনাপাথর

ব্যাখ্যা: সিমেন্ট, কাচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহৃত হয়। [cite: 296]

৯. পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের মোট ভূখণ্ডের কত শতাংশ বনাঞ্চল থাকা দরকার?
ক) ১৫%
খ) ২০%
গ) ২৫%
ঘ) ৩০%

সঠিক উত্তর: গ) ২৫%

ব্যাখ্যা: প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশের কমপক্ষে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। [cite: 307]

১০. কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) কর্ণফুলি

সঠিক উত্তর: ঘ) কর্ণফুলি

ব্যাখ্যা: পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলি নদীর তীরে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত। [cite: 324]

১১. যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় এবং যার যোগান সীমাহীন, তাকে কী বলে?
ক) অর্থনৈতিক দ্রব্য
খ) অবাধলভ্য দ্রব্য
গ) ভোগ্য দ্রব্য
ঘ) মূলধনি দ্রব্য

সঠিক উত্তর: খ) অবাধলভ্য দ্রব্য

ব্যাখ্যা: যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধলভ্য দ্রব্য বলে। এসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর যোগান থাকে সীমাহীন। যেমন- আলো, বাতাস, নদীর পানি ইত্যাদি। [cite: 343, 344]

১২. খাদ্য, বস্ত্র, বই, কলম ইত্যাদি কোন ধরনের দ্রব্যের উদাহরণ?
ক) অবাধলভ্য দ্রব্য
খ) অর্থনৈতিক দ্রব্য
গ) প্রাকৃতিক দ্রব্য
ঘ) অবস্তুগত দ্রব্য

সঠিক উত্তর: খ) অর্থনৈতিক দ্রব্য

ব্যাখ্যা: যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়। এদের যোগান সীমাবদ্ধ থাকে। যেমন- খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি। [cite: 345, 346]

১৩. যে সমস্ত ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায়, তাকে কী বলে?
ক) অস্থায়ী ভোগ্য দ্রব্য
খ) মধ্যবর্তী দ্রব্য
গ) স্থায়ী ভোগ্য দ্রব্য
ঘ) চূড়ান্ত দ্রব্য

সঠিক উত্তর: গ) স্থায়ী ভোগ্য দ্রব্য

ব্যাখ্যা: যে সমস্ত ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায়, তাকে স্থায়ী ভোগ্য দ্রব্য বলে। যেমন- ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, জমি, খেলার মাঠ ইত্যাদি। [cite: 347, 348]

১৪. রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি কোন ধরনের দ্রব্য?
ক) চূড়ান্ত দ্রব্য
খ) মূলধনি দ্রব্য
গ) মধ্যবর্তী দ্রব্য
ঘ) স্থায়ী ভোগ্য দ্রব্য

সঠিক উত্তর: গ) মধ্যবর্তী দ্রব্য

ব্যাখ্যা: যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। যেমন- কাঁচামাল, রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি মধ্যবর্তী দ্রব্য। [cite: 349, 350]

১৫. যন্ত্রপাতি ও কারখানা কোন ধরনের দ্রব্যের উদাহরণ?
ক) ভোগ্য দ্রব্য
খ) মধ্যবর্তী দ্রব্য
গ) চূড়ান্ত দ্রব্য
ঘ) মূলধনি দ্রব্য

সঠিক উত্তর: ঘ) মূলধনি দ্রব্য

ব্যাখ্যা: যে সমস্ত উৎপাদিত দ্রব্য, অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনি দ্রব্য বলে। যেমন- যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। [cite: 352]

১৬. “সুযোগ ব্যয়” (Opportunity Cost) ধারণাটি কেন গুরুত্বপূর্ণ?
ক) সম্পদের প্রাচুর্যতার কারণে
খ) অসীম অভাব পূরণের জন্য
গ) সীমিত সম্পদ দিয়ে বিকল্প ব্যবহারের মধ্যে একটি বেছে নেওয়ার কারণে
ঘ) বাজারের দাম নির্ধারণের জন্য

সঠিক উত্তর: গ) সীমিত সম্পদ দিয়ে বিকল্প ব্যবহারের মধ্যে একটি বেছে নেওয়ার কারণে

ব্যাখ্যা: কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়- এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির ‘সুযোগ ব্যয়’। সম্পদের স্বল্পতার জন্যই নির্বাচন করতে হয় এবং এর ফলে সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। [cite: 366, 380]

১৭. উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়ে যে অর্থ পাওয়া যায়, তাকে কী বলে?
ক) সঞ্চয়
খ) বিনিয়োগ
গ) আয়
ঘ) ব্যয়

সঠিক উত্তর: গ) আয়

ব্যাখ্যা: উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায়, তাকে আয় বলে। [cite: 382]

১৮. আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়, তাকে কী বলে?
ক) বিনিয়োগ
খ) ব্যয়
গ) উপযোগ
ঘ) সঞ্চয়

সঠিক উত্তর: ঘ) সঞ্চয়

ব্যাখ্যা: ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। [cite: 386, 387]

১৯. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?
ক) ভোগ
খ) আয়
গ) বিনিয়োগ
ঘ) উপযোগ

সঠিক উত্তর: গ) বিনিয়োগ

ব্যাখ্যা: মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। [cite: 389]

২০. নিচের কোনটি অর্থনৈতিক কার্যাবলি?
ক) শখের বশে খেলাধুলা করা
খ) পিতামাতার সন্তান লালন-পালন
গ) কৃষকের জমিতে ফসল উৎপাদন
ঘ) বন্ধুর সাথে গল্প করা

সঠিক উত্তর: গ) কৃষকের জমিতে ফসল উৎপাদন

ব্যাখ্যা: মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। কৃষকের জমিতে ফসল উৎপাদন একটি অর্থনৈতিক কাজ। [cite: 393, 395]

২১. যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে কী বলে?
ক) অর্থনৈতিক কার্যাবলি
খ) অ-অর্থনৈতিক কার্যাবলি
গ) বাণিজ্যিক কার্যাবলি
ঘ) উৎপাদনমূলক কার্যাবলি

স ट्रिक উত্তর: খ) অ-অর্থনৈতিক কার্যাবলি

ব্যাখ্যা: যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। [cite: 397]

২২. বাংলাদেশের অর্থনীতি প্রধানত কয়টি খাতের উপর নির্ভরশীল?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

সঠিক উত্তর: খ) ৩টি

ব্যাখ্যা: এ দেশের অর্থনীতি ৩টি খাতের উপর নির্ভরশীল- কৃষি, শিল্প এবং সেবা। [cite: 400]

২৩. হস্তান্তরযোগ্যতা কিসের বৈশিষ্ট্য?
ক) আয়ের
খ) সম্পদের
গ) ভোগের
ঘ) দ্রব্যের

সঠিক উত্তর: খ) সম্পদের

ব্যাখ্যা: সম্পদের একটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্যতা। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায়, তা-ই হলো সম্পদ। [cite: 269, 270]

২৪. ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান এগুলো কোন ধরনের সম্পদ?
ক) বস্তুগত সম্পদ
খ) দৃশ্যমান অবস্তুগত সম্পদ
গ) প্রাকৃতিক সম্পদ
ঘ) উৎপাদিত বস্তুগত সম্পদ

সঠিক উত্তর: খ) দৃশ্যমান অবস্তুগত সম্পদ

ব্যাখ্যা: অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য, যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। [cite: 261, 262]

২৫. কোনটি অস্থায়ী ভোগ্য দ্রব্যের উদাহরণ?
ক) গাড়ি
খ) ফ্রিজ
গ) খাদ্যদ্রব্য
ঘ) খেলার মাঠ

সঠিক উত্তর: গ) খাদ্যদ্রব্য

ব্যাখ্যা: যে সমস্ত ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায়, তাকে অস্থায়ী ভোগ্য দ্রব্য বলে। যেমন- খাদ্য, বস্ত্র, তরিতরকারি ইত্যাদি। [cite: 348, 349]

২৬. উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কোন ধারণাটি ব্যাখ্যা করা যায়?
ক) মোট উপযোগ
খ) প্রান্তিক উপযোগ
গ) সুযোগ ব্যয়
ঘ) চাহিদা বিধি

সঠিক উত্তর: গ) সুযোগ ব্যয়

ব্যাখ্যা: উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করা যায়। [cite: 368]

২৭. ব্যক্তির সঞ্চয় কিসের উপর নির্ভর করে না?
ক) আয়ের পরিমাণ
খ) দূরদৃষ্টি
গ) বাজারের দ্রব্যের দাম
ঘ) সুদের হার

সঠিক উত্তর: গ) বাজারের দ্রব্যের দাম

ব্যাখ্যা: ব্যক্তির সঞ্চয় নির্ভর করে মূলত আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের উপর।

২৮. জাতীয় আয়ে বর্তমানে কোন খাতের অবদান ক্রমশ বাড়ছে?
ক) শুধুমাত্র কৃষি খাত
খ) শুধুমাত্র শিল্প খাত
গ) কৃষি ও বনজ খাত
ঘ) শিল্প ও সেবা খাত

সঠিক উত্তর: ঘ) শিল্প ও সেবা খাত

ব্যাখ্যা: সাম্প্রতিককালে জাতীয় আয়ে শিল্প ও সেবা খাতের অবদান ক্রমেই বাড়ছে। [cite: 401]

২৯. কোনো দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে কী ধরনের উপযোগ বলে?
ক) স্থানগত উপযোগ
খ) সময়গত উপযোগ
গ) রূপগত উপযোগ
ঘ) সেবাগত উপযোগ

সঠিক উত্তর: গ) রূপগত উপযোগ

ব্যাখ্যা: দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। [cite: 643]

৩০. বাংলাদেশের মোট শ্রমশক্তির উল্লেখযোগ্য অংশ কোন খাতে নিয়োজিত?
ক) শিল্প খাতে
খ) সেবা খাতে
গ) কৃষি খাতে
ঘ) বৈদেশিক বাণিজ্য খাতে

সঠিক উত্তর: গ) কৃষি খাতে

ব্যাখ্যা: এ দেশের শ্রমশক্তির প্রায় ৪০.৬২% শ্রমিক কৃষি খাতে নিয়োজিত। [cite: 403] (তথ্যসূত্র: ২০১৬-১৭ সালের Labor Force Survey অনুযায়ী, যা বইতে উল্লেখ আছে)।

0

0

0

0

0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *