10 min read
Table of Contents
অষ্টম শ্রেনী – বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রথম অধ্যায়: ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
১. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?
ক) ১৭৫৬ সাল
খ) ১৭৫৭ সাল
গ) ১৭৫৮ সাল
ঘ) ১৭৬৪ সাল
উত্তর: খ) ১৭৫৭ সাল
ব্যাখ্যা: ১৭৫৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে।
২. ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায়?
ক) রাজনৈতিক ক্ষমতা দখল
খ) অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ কর্তৃক অন্য দেশ দখল
গ) সাংস্কৃতিক আগ্রাসন
ঘ) সামরিক শাসন প্রতিষ্ঠা
উত্তর: খ) অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ কর্তৃক অন্য দেশ দখল
ব্যাখ্যা: ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, যেখানে অর্থনৈতিক শোষণ ও লাভের জন্য এক দেশ অন্য দেশকে দখল করে এবং দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়।
৩. বাংলার প্রথম বাঙালি শাসক কে ছিলেন?
ক) অশোক
খ) শশাঙ্ক
গ) পাল রাজারা
ঘ) সেন রাজারা
উত্তর: খ) শশাঙ্ক
ব্যাখ্যা: সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক ছিলেন শশাঙ্ক।
৪. কত বছর ধরে পাল রাজারা বাংলা শাসন করেছিলেন?
ক) প্রায় দুইশ বছর
খ) প্রায় তিনশ বছর
গ) প্রায় চারশো বছর
ঘ) প্রায় পাঁচশো বছর
উত্তর: গ) প্রায় চারশো বছর
ব্যাখ্যা: প্রায় চারশো বছর ধরে পাল রাজারা বাংলা শাসন করেছিলেন।
৫. বাংলার শেষ স্বাধীন সুলতানি শাসনের অবসান কত সালে হয়?
ক) ১৫২৬ সাল
খ) ১৫২৮ সাল
গ) ১৫৩৮ সাল
ঘ) ১৫৭৬ সাল
উত্তর: গ) ১৫৩৮ সাল
ব্যাখ্যা: ১৫৩৮ সালে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে।
৬. কে বাংলায় মোগল শাসনের সূচনা করেন?
ক) সম্রাট আকবর
খ) সম্রাট জাহাঙ্গীর
গ) ইসলাম খান চিশতি
ঘ) বারোভূঁইয়ারা
উত্তর: গ) ইসলাম খান চিশতি
ব্যাখ্যা: সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারোভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং মোগল শাসনের সূচনা করেন।
৭. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে গিয়েছিল?
ক) ওলন্দাজ
খ) ফরাসি
গ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ঘ) দিনেমার
উত্তর: গ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ব্যাখ্যা: বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায়।
৮. পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা কত সালে ভারতে আসেন?
ক) ১৪৯২ সাল
খ) ১৪৯৮ সাল
গ) ১৫০০ সাল
ঘ) ১৬০০ সাল
উত্তর: খ) ১৪৯৮ সাল
ব্যাখ্যা: ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান।
৯. বাংলার কোন পণ্য ইউরোপীয় বণিকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছিল?
ক) ধান ও পাট
খ) সিল্ক ও মিহি কাপড়
গ) চা ও কফি
ঘ) লোহা ও ইস্পাত
উত্তর: খ) সিল্ক ও মিহি কাপড়
ব্যাখ্যা: বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মসলা ইউরোপীয় বণিকদের প্রধান আকর্ষণ ছিল।
১০. ১৬৯০ সালে জব চার্নক কত টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর গ্রামগুলো ক্রয় করেন?
ক) ১০০০ টাকা
খ) ১১০০ টাকা
গ) ১২০০ টাকা
ঘ) ১৩০০ টাকা
উত্তর: গ) ১২০০ টাকা
ব্যাখ্যা: ১৬৯০ সালে জব চার্নক নামক জনৈক ইংরেজ প্রতিনিধি ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়।
১১. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
ক) রবার্ট ক্লাইভ
খ) মীর জাফর আলী খান
গ) ঘসেটি বেগম
ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা: নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজ শক্তি ও মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র ছিল।
১২. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
ক) ১৭৫৭ সাল
খ) ১৭৬৪ সাল
গ) ১৭৬৫ সাল
ঘ) ১৭৭০ সাল
উত্তর: খ) ১৭৬৪ সাল
ব্যাখ্যা: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তরসূরী মীর কাশিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয়।
১৩. ইংরেজদের বাংলা দখলের অন্যতম কারণ কী ছিল?
ক) বাংলার শাসকদের দুর্বলতা ও অভ্যন্তরীণ কোন্দল
খ) ইংরেজদের উন্নত সামরিক শক্তি ও রণকৌশল
গ) অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের শাসকদের প্রতি উদাসীনতা
ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা: বাংলার শাসকদের দুর্বলতা, ইংরেজদের উন্নত সামরিক শক্তি এবং প্রজাদের শাসকদের প্রতি উদাসীনতা সবকিছুই ইংরেজদের বাংলা দখলে সাহায্য করেছিল।
১৪. কত সাল পর্যন্ত বাংলায় ইংরেজ শাসন চলেছিল?
ক) ১৮৫৭ সাল
খ) ১৯৪৭ সাল
গ) ১৯০৫ সাল
ঘ) ১৯৭১ সাল
উত্তর: খ) ১৯৪৭ সাল
ব্যাখ্যা: ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলায় ইংরেজ শাসন চলেছিল।
১৫. উপনিবেশগুলো সাধারণত কাদের দ্বারা শাসিত হতো?
ক) স্থানীয় শাসক দ্বারা
খ) অন্য দেশের শাসক দ্বারা
গ) নির্বাচিত সরকার দ্বারা
ঘ) সামরিক জান্তা দ্বারা
উত্তর: খ) অন্য দেশের শাসক দ্বারা
ব্যাখ্যা: উপনিবেশগুলোতে সাধারণত অন্য দেশের শাসকরা শাসন করত, যারা অর্থনৈতিক শোষণের উদ্দেশ্যে সেই দেশটি দখল করত।
১৬. বাংলার কোন অঞ্চল একসময় ‘পুণ্ড্রবর্ধনভুক্তি’ নামে পরিচিত ছিল?
ক) দক্ষিণ বাংলা
খ) উত্তর বাংলা
গ) পূর্ব বাংলা
ঘ) পশ্চিম বাংলা
উত্তর: খ) উত্তর বাংলা
ব্যাখ্যা: খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ মৌর্য সম্রাট অশোকের দখলে ছিল এবং সেই সময় পুণ্ড্রনগর (পুণ্ড্রবর্ধনভুক্তি) মৌর্যদের প্রদেশ ছিল।
১৭. ‘মাৎস্যন্যায়’ বলতে বাংলার ইতিহাসে কী বোঝানো হয়েছে?
ক) সুশাসনের যুগ
খ) অরাজকতার যুগ
গ) সমৃদ্ধির যুগ
ঘ) বিদ্রোহের যুগ
উত্তর: খ) অরাজকতার যুগ
ব্যাখ্যা: গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলায় একশো বছর ধরে অরাজকতা চলে, যাকে সংস্কৃত ভাষায় মাৎস্যন্যায় বলা হয়।
১৮. সেন রাজারা কোথা থেকে এসেছিলেন?
ক) উত্তর ভারত
খ) দক্ষিণ ভারতের কর্ণাটক
গ) মধ্য এশিয়া
ঘ) পারস্য
উত্তর: খ) দক্ষিণ ভারতের কর্ণাটক
ব্যাখ্যা: দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন।
১৯. কে বাংলার স্বাধীন সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত?
ক) ফখরুদ্দিন মুবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) শের খান
উত্তর: খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা: সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন।
২০. মোগল সম্রাট হুমায়ুন কত সালে বাংলার গৌড় দখল করেন?
ক) ১৫২৬ সাল
খ) ১৫২৮ সাল
গ) ১৫৩৮ সাল
ঘ) ১৫৭৬ সাল
উত্তর: গ) ১৫৩৮ সাল
ব্যাখ্যা: মোগল সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি।
২১. বারোভূঁইয়ারা কাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন?
ক) আফগানদের
খ) মোগলদের
গ) ইংরেজদের
ঘ) পর্তুগিজদের
উত্তর: খ) মোগলদের
ব্যাখ্যা: বারোভূঁইয়া নামে পরিচিত পূর্ববাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করেন।
২২. কলকাতা শহরটি মূলত কয়টি গ্রামের সমন্বয়ে গঠিত ছিল?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি
ব্যাখ্যা: কলকাতা শহরটি মূলত কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রামের সমন্বয়ে গঠিত ছিল।
২৩. ফরাসি পর্যটক বার্নিয়ের মতে, ওলন্দাজরা তাদের কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ করত?
ক) ৫০০-৬০০ জন
খ) ৬০০-৭০০ জন
গ) ৭০০-৮০০ জন
ঘ) ৮০০-৯০০ জন
উত্তর: গ) ৭০০-৮০০ জন
ব্যাখ্যা: ফরাসি পর্যটক বার্নিয়ের মতে, ওলন্দাজরা তাদের কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ করত।
২৪. নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?
ক) মীর কাশিম
খ) মীর জাফর আলী খান
গ) রায় দুর্লভ
ঘ) মোহন লাল
উত্তর: খ) মীর জাফর আলী খান
ব্যাখ্যা: মীর জাফর আলী খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, যিনি পলাশীর যুদ্ধে ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
২৫. কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে?
ক) ১৭৫৭ সাল
খ) ১৭৬৪ সাল
গ) ১৭৬৫ সাল
ঘ) ১৭৭০ সাল
উত্তর: গ) ১৭৬৫ সাল
ব্যাখ্যা: ১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির দুর্বল মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।
২৬. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম কারণ কী ছিল?
ক) ধর্মীয় সংঘাত
খ) রাজনৈতিক অস্থিরতা
গ) অর্থনৈতিক শোষণ ও দুর্ভিক্ষ
ঘ) জাতিগত বিদ্বেষ
উত্তর: গ) অর্থনৈতিক শোষণ ও দুর্ভিক্ষ
ব্যাখ্যা: ফকির-সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম কারণ ছিল কোম্পানির শাসনের ফলে অর্থনৈতিক শোষণ ও দুর্ভিক্ষ।
২৭. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা তৈরি করেছিলেন?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) নারকেলবাড়িয়া
ঘ) সিলেট
উত্তর: গ) নারকেলবাড়িয়া
ব্যাখ্যা: তিতুমীর নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
২৮. ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন?
ক) তিতুমীর
খ) হাজী শরীয়তুল্লাহ
গ) দুদু মিয়া
ঘ) সিধু ও কানহু
উত্তর: খ) হাজী শরীয়তুল্লাহ
ব্যাখ্যা: ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, যিনি মুসলমানদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সংস্কারের আহ্বান জানান।
২৯. সাঁওতাল বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল?
ক) ১৮৩১-৩২ সাল
খ) ১৮৫৫-৫৬ সাল
গ) ১৮৫৭ সাল
ঘ) ১৮৫৯-৬০ সাল
উত্তর: খ) ১৮৫৫-৫৬ সাল
ব্যাখ্যা: সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫-৫৬ সালে সংঘটিত হয়েছিল, যা আদিবাসীদের অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
৩০. সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
ক) অর্থনৈতিক বৈষম্য
খ) রাজনৈতিক অস্থিরতা
গ) ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ
ঘ) এনফিল্ড রাইফেলের বিতর্কিত কার্তুজ
উত্তর: ঘ) এনফিল্ড রাইফেলের বিতর্কিত কার্তুজ
ব্যাখ্যা: এনফিল্ড রাইফেলের কার্তুজে ব্যবহৃত টোটার মধ্যে গরু ও শূকরের চর্বি মেশানো আছে এমন গুজব ছড়িয়ে পড়লে সিপাহীরা ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ শুরু করে।
