সারাংশঃ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল

2 min read

Advertisements

বাংলা দ্বিতীয় পত্র

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল


আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচ-বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।

সারাংশ:

বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষের একমাত্র লক্ষ্য অর্থ আর বিত্ত। ফলে মানবিকতার হয়েছে স্খলন। এ মূঢ়তাকে জয় করতে না পারলে মনুষ্যত্বের বিসর্জন হবে। মানুষ এখন স্খলনের সর্বনিম্ন ধাপে, তাই এখন এ থেকে পরিত্রাণের পথ না খুঁজে কোনাে উপায় নেই।

0
0
0
0
0

Download Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *