|

এলাকায় মজাপুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে চেয়ারম্যানের কাছে দরখাস্ত

proshna featured

2 min read

Advertisements

তােমার এলাকায় মজাপুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখ

২৭.০১.২০২২
চেয়ারম্যান
বাউফল ইউনিয়ন পরিষদ,
পটুয়াখালী।

বিষয় : মজাপুকুর সংস্কারের জন্য আবেদন

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের অধীন বাউফল গ্রামের বাসিন্দা। এ গ্রামে দুটো মজাপুকুর আছে, যা ব্যবহারের সম্পূর্ণ অনুপযােগী। গ্রামের মানুষ পুকুরের অভাবে দৈনন্দিন প্রয়ােজন মেটানাের জন্য পাশের প্রামের পুকুর ব্যবহার করতে যায়। গােসল করা, কাপড় ধােয়ার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়। অথচ পুকুর দুটোকে সংস্কার করে ব্যবহারের উপযােগী করতে পারলে গ্রামের মানুষের শ্রম ও সময় দুটোই বাঁচে। আবার মাছের চাষ করে গ্রামের উন্নয়নমূলক কাজও করা যায়। এজন্য আপনার সদয় অনুমতি ও প্রয়ােজনীয় অর্থ বরাদ্দ দরকার।

অতএব আপনার কাছে একন্ত প্রার্থনা, উল্লেখ্য পুকুর দুটোর সংস্কারের জন্য আপনার সদয় অনুমতি প্রদান ও প্রয়ােজনীয় অর্থ বরাদ্দ করে বাধিত করবেন।

নিবেদক,
বাউফল গ্রামবাসীর পক্ষে
১. জহুরুল ইসলাম,
২. আবু বকর সিদ্দিক ও
৩. অনুপম রায়।

আরও কয়েকটি আবেদনপত্রঃ

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *