|

কোষ রসায়ন – MCQ

proshna featured

7 min read

Advertisements

Table of Contents

HSC জীব বিজ্ঞান প্রথম পত্র

তৃতীয় অধ্যায় : কোষ রসায়ন MCQ


১. এক অণু গ্লুকোজ ভাঙ্গলে প্রাপ্ত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?

ক) ১:২:২
খ) ১:২:৩
গ) ১:২:১
ঘ) ২:১:১

সঠিক উত্তরঃ গ) ১:২:১

২. আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত?

ক) ১০–২০%
খ) ১২–৩০% .
গ) ৩০–৪০%
ঘ) ৪০–৫০%

সঠিক উত্তরঃ খ) ১২–৩০%

৩. ভিটামিন সি ও সরবিটল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?

ক) লিপিড
খ) ট্রায়োজ
গ) রাইবোজ
ঘ) গ্লুকোজ

সঠিক উত্তরঃ ঘ) গ্লুকোজ

৪. কোনটি ট্রাইস্যাকারাইড?

ক) ইন্সুলিন
খ) র‍্যাফিনোজ
গ) সেলবায়োজ
ঘ) ল্যাকটোজ

সঠিক উত্তরঃ খ) র‍্যাফিনোজ

৫. উদ্ভিদে সবসময় কোন ধরনের গ্লুকোজ থাকে?

ক. D- গ্লুকোজ
খ) L – গ্লুকোজ
গ) β – D গ্লুকোজ
ঘ) α – L গ্লুকোজ

সঠিক উত্তরঃ ক. D- গ্লুকোজ

৬. সুক্রোজকে আদ্রবিশ্লেষণ করলে কী পাওয়া যায়?

ক) এক অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
খ) দুই অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
গ) এক অনু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ
ঘ) দুই অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ

সঠিক উত্তরঃ গ) এক অনু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ

৭. পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট কী হিসেবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়?

ক) গ্লুকোজ
খ) ফ্রুক্টোজ
গ) সুকরোজ
ঘ) স্টার্চ

সঠিক উত্তরঃ গ) সুকরোজ

৮. α-D গ্লুকোজ ও β – D ফ্রুক্টোজের কত নং কার্বনের মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয়?

ক) ১ ও ৩নং
খ) ১ও ২নং
গ) ১ও ৪ নং
ঘ) ১ ও ১ নং

সঠিক উত্তরঃ খ) ১ও ২নং

৯. স্টার্চের রাসায়নিক সংকেত কী?

ক) C6H2O6
খ) C12H22O11
গ) (C6H10O5)n
ঘ) C5H10O5

সঠিক উত্তরঃ গ) (C6H10O5)n

১০. কোনটি প্রাণিকুলের প্রধান খাদ্য?

ক) সেলুলোজ
খ) স্টার্চ .
গ) লিপিড
ঘ) প্রোটিন

সঠিক উত্তরঃ খ) স্টার্চ

১১. সায়ানোব্যাকটেরিয়া ও ছত্রাকের সঞ্চিত খাদ্য কী?

ক) গ্লাইকোজেন
খ) স্টার্চ
গ) সেলুলোজ
ঘ) আমাইলোজ

সঠিক উত্তরঃ ক) গ্লাইকোজেন

১২. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) গ্লাইকোজেন
খ) রাইবোজ
গ) সেলুলোজ
ঘ) ইরিথ্রোজ

সঠিক উত্তরঃ ক) গ্লাইকোজেন

১৩. পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়?

ক) কার্বোহাইড্রেট
খ) লিপিড
গ) প্রোটিন
ঘ) ভিটামিন

সঠিক উত্তরঃ গ) প্রোটিন

১৪. জীবনের ভাষা কোনটি?

ক) Carbohydrates
খ) Proteins
গ) Lipids
ঘ) Vitamins

সঠিক উত্তরঃ খ) Proteins

১৫. প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামিনো এসিডের সংখ্যা কয়টি?

ক) ১০
খ) ২০
গ) ৩০
ঘ) ৪০

সঠিক উত্তরঃ খ) ২০

১৬. ডিমের সাদা অংশে কোন জাতীয় প্রোটিন পাওয়া যায়?

ক) আ্যালবুমিন
খ) গ্লোবিউলিন
গ) গ্লুটেলিন
ঘ) প্রোলামিন

সঠিক উত্তরঃ ক) আ্যালবুমিন

১৭. কোনটি আলকোহলে দ্রবীভূত হয়?

ক) প্রোটামিন
খ) প্রোলামিন
গ) গ্লোবিউলিন
ঘ) গ্লুটেলিন

সঠিক উত্তরঃ খ) প্রোলামিন

১৮. এরাচিন কোনটিতে পাওয়া যায়?

ক) আলু
খ) গম
গ) শিম
ঘ) চিনাবাদাম

সঠিক উত্তরঃ ঘ) চিনাবাদাম

১৯. স্যামন মাছের শুক্রাণুতে কোনটি থাকে?

ক) এরাচিন
খ) সালমিন
গ) সেরিন
ঘ) সিস্টিন

সঠিক উত্তরঃ খ) সালমিন

২০. রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো?

ক) LDL
খ) HDL
গ) কোলেস্টেরল
ঘ) সাবস্ট্রেট

সঠিক উত্তরঃ খ) HDL

২১. এনজাইমের কর্মক্ষমতা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত?

ক) তাপ
খ) pH
গ) অণুর আকার
ঘ) সাবস্ট্রেট

সঠিক উত্তরঃ খ) pH

২২. কোনটি এনজাইমের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়?

ক) Ag
খ) Zn
গ) Mn
ঘ) Cu

সঠিক উত্তরঃ গ) Mn

২৩. রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে__

i. রক্তনালি পথ সরু হয়ে যায়
ii. শরীরে রক্তচাপ বেড়ে যায়
iii. রক্ত সরবরাহ বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

২৪. তালা-চাবি মতবাদ অনুসারে_

i. হাইড্রোজেন বা আয়নিক বন্ধন দ্বারা Enzyme substrate complex গঠিত হয়
ii. এনজাইম সাবস্ট্রেট অণু ভেঙ্গে নিয়ে অণুগুলো ক্ষুদ্র অণু গঠন করে
iii. বিক্রিয়া শেষে উৎপাদিত পদার্থ বন্ধনীযুস্ত হয়ে দূরে সরে যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

২৫. এনজাইমের কার্যদক্ষতা বৃদ্ধি পায়_

i. 40°C এর বেশি তাপমাত্রায়
ii. Mg++, Mn++ এর উপস্থিতিতে
iii. সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধি পেলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

২৬. প্রচুর পরিমাণে গ্লোবিউলিন পাওয়া যায়

i. ভুট্টার জেইন
ii. ডিমের কুসুম
iii. রক্তের সিরাম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

২৭. জীবদেহ গঠনে প্রোটিনের কাজ হলো-

i. এটি বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি করে
ii. বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপন করে
iii. বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

২৮. আধুনিক সংজ্ঞা অনুযায়ী কার্বোহাইড্রেট –

i. -OH গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন
ii. অ্যালডিহাইড বা কিটোন যৌগ যারা আদ্রবিশ্লেষণ হয় না
iii. অক্সিজেন, কার্বন ও হাইড্রোজেন অনুপাত ১:১:২

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii


আরও কয়েকটি গুরুত্বপুর্ণ MCQ:

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ

    3 min read Table of Contents এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে তুমি কী করতে চাও তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ। আরও কয়েকটি চিঠিপত্রঃ এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে…

  • |

    কোষ ও এর গঠন MCQ

    5 min read Table of Contents প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন MCQ ১. নিচের কোনটির ক্লোরোপ্লাস্ট পেয়ালাকৃতি? ২. কোষ প্রাচীর প্রধানত কত স্তর বিশিষ্ট? ৩. কোষের সাইটোপ্লাজমে গোলাকার, অধিক ঘন ও আরবণীযুস্ত অঙ্গাণুকে কী বলে? ৪. Cell শব্দটির প্রবর্তক কে? ৫. আদিকোষের রাইবোসোম কোন প্রকৃতির? ৬. কোষ প্রাচীর কোনটি দ্বারা নির্মিত? ৭. কূপ…

  • |

    বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে – ভাবসম্প্রসারণ

    2 min readবন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ভাব-সম্প্রসারণ: রহস্যময় প্রকৃতির প্রতিটি বিষয় সুনির্ধারিত। প্রকৃতি প্রদত্ত যে বিধান তাই সুন্দর, তাই মনােরম, তাই সত্য, তাই শাশ্বত। এর ব্যতিক্রম কিছু ঘটলেই সৌন্দর্য ম্লান হয়ে যায়। যার পরিণাম সত্যিই ভয়াবহ। সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি করে পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন এবং যাকে যেখানে শােভা পায় সেখানেই স্থাপন করেছেন। পশুপাখি…

  • |

    সারাংশঃ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন

    2 min read Table of Contents স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ   বাংলা দ্বিতীয় পত্র – সারাংশ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন, তেমন স্বাধীনতা রক্ষার জন্য সত্য, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়ােজন। সত্যের প্রতি শ্রদ্ধাবােধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন, নিবেদনে ফল হয়…

  • |

    সুকঠিন গার্হস্থ্য ব্যাপার কে পারে চালাতে – ভাবসম্প্রসারণ

    2 min readসুকঠিন গার্হস্থ্য ব্যাপার কে পারে চালাতে রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে পরিবার হলো সামাজিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। শৈশবকাল থেকে পরিবার শিশুকে সামাজিকভাবে চলার জন্য উপযোগী করে গড়ে তোলে। কার সঙ্গে কী ধরণের আচার-ব্যবহার করতে হবে, অবস্থান ভেদে তার দায়িত্ব ও কর্তব্য কী হবে এসব পরিবারই আমাদেরকে শিখিয়েছে। পরিবার হলো একটি…

  • |

    রচনাঃ বর্ষা ও বন্যা

    7 min read Table of Contents বর্ষা ও বন্যা ভূমিকা: বর্ষার আগমন: বর্ষার রূপ: বর্ষার নানা দিক: বন্যা: বন্যার কারণসমূহ: বন্যায় সৃষ্ট অসুবিধাসমূহ: বন্যা সমস্যার সমাধান: উপসংহার: আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা রচনাঃ বর্ষা ও বন্যা “ ওই আসে ওই অতি ভৈরব হরষেজলসিতি ক্ষিতি সৌরভ রভসে। ” –রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা: বাংলাদেশে বর্ষার আবির্ভাব যেমন রাজসিক, তার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *