|

সারাংশ: ক্রোধ মানুষের পরম শত্রু

proshna featured

2 min read

Advertisements

ক্রোধ মানুষের পরম শত্রু

ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লোমহর্ষক কাণ্ডগুলি পৃথিবীকে নরকে পরিণত করিয়াছে, তাহার মূলেও রহিয়াছে ক্রোধ। ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে, তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখা, উদার ভাবে পরিপূর্ণ, দেখিলেই তোমার মনে আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় সেই মুখখানির দিকে তাকাইও, দেখিবে, সে স্বপ্নের সুষমা আর নাই- নরকাগ্নিতে বিকট রূপ ধারণ করিয়াছে। সমস্ত মুখ কি এক কালিমায় ঢাকিয়া গিয়াছে। তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক, তাহার নিকটে যাইতেও ইচ্ছা হয় না। সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করিতে অন্য কোন রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না।

সারাংশ:

পরম শত্রু ক্রোধ মনুষ্যত্ব নষ্ট করে। পৃথিবীতে যত নরকীয় কাণ্ড সংঘটিত হয় তার মূলেও রয়েছে ক্রোধ। ক্রোধ মানুষকে পশুভাবাপন্ন করে এবং স্বর্গীয় সুষমা হতে তাকে বঞিত করে। কাজেই ক্রোধ সংবরণ করার সাধনা করতে হবে।

3
0
2
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *