ধ্বনিতত্ত্ব MCQ (নৈব্যত্তিক প্রশ্ন-উত্তর ও পরিক্ষা)

proshna featured

4 min read

Advertisements

Table of Contents

ধ্বনিতত্ত্ব MCQ

HSC BANGLA 2nd PAPER


বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?

ক) সাতটি
খ) এগার টি
গ) নয়টি
ঘ) তেরটি

সঠিক উত্তরঃ ক) সাতটি

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?

ক) বর্ণ
খ) শব্দ
গ) অক্ষর
ঘ) ধ্বনি

সঠিক উত্তরঃ ঘ) ধ্বনি

নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

ক) ভ
খ) ঠ
গ) ফ
ঘ) চ

সঠিক উত্তরঃ ঘ) চ

ভাষার মূল উপাদান হচ্ছে –

ক) বর্ণ
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) বাক্য

সঠিক উত্তরঃ গ) ধ্বনি

কোনটি নাসিক্য ধ্বনি-

ক) জ
খ) ম
গ) প
ঘ) ল

সঠিক উত্তরঃ খ) ম

কোনটি শিষ ধ্বনি-

ক) ঙ , ঞ, ন
খ) শ, স, ষ
গ) প, ফ, ভ
ঘ) য, র, ল

সঠিক উত্তরঃ খ) শ, স, ষ

বাংলা নাসিক্য ধ্বনি কয়টি ?

ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি

সঠিক উত্তরঃ ঘ) পাঁচটি

কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?

ক) ত, দ
খ) চ, জ
গ) থ, ঝ
ঘ) ক, খ

সঠিক উত্তরঃ গ) থ, ঝ

কোনটি মূল ধ্বনী নয়?

ক) অ
খ) এ
গ) ও
ঘ) উ

সঠিক উত্তরঃ ঘ) উ

কোনটি মৌলিক স্বরধ্বনি-

ক) ঔ
খ) ঈ
গ) ঐ
ঘ) এ

সঠিক উত্তরঃ ঘ) এ

কোনটি ওষ্ঠ ধ্বনির উদাহরণ?

ক) ম
খ) ঙ
গ) চ
ঘ) র

সঠিক উত্তরঃ ক) ম

কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঔ’ সৃষ্টি হয়?

ক) ও+ই
খ) অ+উ
গ) অ+ঊ
ঘ) অ+ও

সঠিক উত্তরঃ গ) অ+ঊ

বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে।

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তরঃ ক

বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে-

ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি

সঠিক উত্তরঃ ক

কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ সৃষ্টি হয়?

ক) ও+ই
খ) অ+ই
গ) এ+ই
ঘ) ক+ই

সঠিক উত্তরঃ খ

‘র’ কোন জাতীয় ধ্বনি?

ক) পার্শ্বিক ধ্বনি
খ) তাড়নজাত ধ্বনি
গ) কম্পনজাত ধ্বনি
ঘ) স্পর্শ ধ্বনি

সঠিক উত্তরঃ

পরবর্তী স্বর সংবৃত হলে আদি ‘অ’ কি হয়?

ক) বিবৃত
খ) স্বাভাবিক
গ) অবিবৃত
ঘ) সংবৃত

সঠিক উত্তরঃ ঘ

কন্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-

ক) ক
খ) ঙ
গ) হ
ঘ) ঝ
সঠিক উত্তরঃ ক

‘ম’ বর্ণ উচ্চারিত হয় –

ক) তালু থেকে
খ) দন্ত থেকে
ঘ) মূর্ধা থেকে
ঘ) ওষ্ঠ্য থেকে

সঠিক উত্তরঃ ঘ

বাংলা ভাষায় ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?

ক) দুইটি
খ) সাতটি
গ) আটটি
ঘ) পাঁচটি

সঠিক উত্তরঃ ঘ

উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’ কে কি ধ্বনি বলা হয়?

ক) হ্রস্ব ধনি
খ) বিবৃত ধ্বনি
গ) সম্মুখ স্বরধ্বনি
ঘ) পশ্চাৎ স্বরধ্বনি

সঠিক উত্তরঃ খ

বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে ?

ক) সাতটি
খ) নয়টি
গ) ছয়টি
ঘ) পাঁচটি

সঠিক উত্তরঃ ক

কোন দুটি অঘোষ ধ্বনি?

ক ) গ ঘ
খ) দ ধ
গ) প ফ
ঘ) জ ঝ

সঠিক উত্তরঃ গ

নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?

ক) ঘ
খ) ঠ
গ) প
ঘ) থ

সঠিক উত্তরঃ গ

পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে?

ক) মৌলিক স্বরধ্বনি
খ) যৌগিক স্বরধ্বনি
গ) মূলধ্বনি
ঘ)সমদ্বনি

সঠিক উত্তরঃ খ

তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?

ক) ক, ঘ
খ) চ, ছ
গ) ড়, ঢ়
ঘ) প, ফ

সঠিক উত্তরঃ গ

নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?

ক) অ
খ) আ
গ) ঐ
ঘ) ঈ
সঠিক উত্তরঃ গ

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *