|

নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়ােজন চলছে তা জানিয়ে ছােট ভাইকে একটি পত্র লেখ

proshna featured

3 min read

Advertisements

নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়ােজন চলছে তা জানিয়ে তোমার ছােট ভাইকে একটি পত্র লেখ।

০৫.০৪.২০২১
৩৯ পুরানা পণ্টন, ঢাকা।

মেহের সবুজ,
পত্রে আমার আদর ও দোয়া নিও। আশা করি ভালাে আছ। শুনে খুশি হবে যে, আসছে ১ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের অধিকাংশ অনুষ্ঠান নিজ বিদ্যালয় মাঠে সম্পন্ন করার ইচ্ছা রাখি। আমাদের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়ােজন, ক্রীড়া প্রতিযােগিতা, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ইত্যাদি।

আমি নিজে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। তাছাড়া সংগীত সন্ধ্যায় আমরা সমবেত কণ্ঠে সূচনা সংগীত হিসেবে পরিবেশন করব “এসাে হে বৈশাখ, এসাে এসাে”। তবে আমি কোনাে প্রকার খেলাধুলায় অংশ নেব না। আমাদের অনুষ্ঠানগুলােতে প্রধান অতিথি থাকবেন ঢাকা জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিশেষ অতিথি থাকবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহােদয়।


প্রত্যেকটি বিভাগের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা থাকবে। নববর্ষ উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের মাঠকে সাজিয়েছি নতুন সাজে। ঐদিন আমরা সবাই নতুন পােশাকে সজ্জিত হয়ে একত্রিত হব। ছােটবড় সবাই মিলে মজা করব এবং পান্তা ভাত ও ভাজা ইলিশের আয়ােজন করব। সম্ভব হলে তুমি আগের দিন চলে এসাে। আমি ভালাে আছি। মা-বাবাকে সালাম দিও। রীতিমতাে পড়াশােনা করো।

ইতি-
তােমার ভাইয়া


(বিশেষ দ্রষ্টব্য : পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য)


আরও কয়েকটি ব্যক্তিগত চিঠিঃ

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *