|

নৈব্যত্তিক প্রশ্ন-উত্তরঃ আহ্বান

proshna featured

4 min read

Advertisements

Table of Contents

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৯২
খ) ১৮৯৪
গ) ১৮৯৬
ঘ) ১৮৯৮

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের প্রকৃতি কেমন?

ক) রূপকাশ্রয়ী
খ) কাব্যময়
গ) বর্ণনায়
ঘ) বিশ্লেষণাত্মক

কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস?

ক) পথের পাচালী
খ) দেবযান
গ) আরণ্যক
ঘ) ইছামতি

‘আজ্ঞে সামান্য মাইনে পাই’__ উত্তিটি কোন গল্পের?

ক) আহ্বান
খ) বায়ান্নর দিনগুলো
গ) মাসি-পিসি
ঘ) রেইনকোট

শাহাদৎ হোসেন একটি বেসরকারি অফিসে চাকরি করেন । ছুটি পেলেই তিনি গ্রামে বেড়াতে যান। শাহাদৎ হোসেনের সঙ্গে ‘আহ্বান’ গল্পের কার মিল আছে?

ক) গল্পকথক
খ) আবদুল
গ) শুকুর মিয়া
ঘ) চক্কত্তি মশায়

‘কোথায় যাবে?’- ‘আহ্বান’ গল্পের কথক এ কথাটি কাকে জিজ্ঞেস করেছিলেন?

ক) দিগম্বরীকে
খ) পরশু সর্দারকে
গ) বৃদ্ধাকে
ঘ) আবদুলকে

‘আমার বড্ড কষ্ট’- ‘আহ্বান’ গল্পের এ উত্তিটি কার?

ক) গণির
খ) নসরের
গ) বৃদ্ধার
ঘ) খুঁটির

‘আহ্বান’ গল্পে ‘অ গোপাল’ বলে বুড়ি কাকে সম্বোধন করতো?

ক) চক্কোত্তি মশায়কে
খ) কথকের খুড়োকে
গ) গল্পকথককে
ঘ) বৃদ্ধার নাত-জামাইকে

‘কেন বাবা, পয়সা কেন?’__ বুড়ির এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক) ভদ্রতা
খ) স্নেহ-ভালোবাসা
গ) সৌজন্যবোধ
ঘ) সম্ভ্রমবোধ

অনিমের আপন কেউ নেই বলে গ্রামের এক বৃদ্ধাকে মা বলে ডাকে। অনিমের সাথে ‘আহ্বান’ গল্পের কার মিল রয়েছে?

ক) আবদুল
খ) গল্পকথক
গ) চক্কোতি মশায়
ঘ ) হাজরা ব্যাটার বউ

‘আহ্বান’ গল্পে ‘গ্রামের ছেলে গ্রামে বাস করবে’_ এ উক্তিতে কী বোঝানো হয়েছে?

ক) গ্রামের প্রতি অধিকার
খ) গ্রামের প্রতি কর্তব্যবোধ
গ) গ্রামের প্রতি দায়িত
ঘ) গ্রামের প্রতি কাতরতা

‘অনুযোগ’ শব্দের অর্থ কী?

ক) উপযোগ
খ) বিরন্তি
গ) নালিশ
ঘ) স্বীকারোস্তি

‘চক্কোত্তি’ মূলত কোন উপাধির সংক্ষিপ্ত রূপ?

ক) গঙ্গোপাধ্যায়
খ) বন্দ্যোপাধ্যায়
গ) চক্রবর্তী
ঘ) মুখোপাধ্যায়

‘আহ্বান’ গল্পে ‘আমার কি মরণ আছে রে বাবা’ এ কথার মধ্যে প্রকাশ পেয়েছে__

i. বৃদ্ধার মৃত্যুর ইচ্ছা

ii. বৃদ্ধার মনের হতাশা

iii. বৃদ্ধার নিয়তি নির্ভরতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii

‘গোপালকে ওই খাজুরের চটখানা পেতে দাও।’ বুড়ির এ উত্তিতে গোপালের প্রতি প্রকাশ পেয়েছে-_

i. স্নেহ
ii. দয়া
iii. মমতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *