SSC রসায়ন চতুর্থ অধ্যায় MCQ | পর্যায় সারণি বহুনির্বাচনী প্রশ্ন

proshna featured

14 min read

Advertisements

SSC রসায়ন

চতুর্থ অধ্যায়: পর্যায় সারণি


প্রশ্ন ১: পর্যায় সারণি কী?

ক) মৌলসমূহকে ভৌত ধর্মের ভিত্তিতে সাজানো তালিকা

খ) মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে অনুভূমিক সারি ও উলম্ব কলাম বরাবর সাজিয়ে যে ছক বা সারণি তৈরি করা হয়

গ) শুধুমাত্র ধাতব মৌলসমূহের তালিকা

ঘ) শুধুমাত্র অধাতব মৌলসমূহের তালিকা

সঠিক উত্তর: খ) মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে অনুভূমিক সারি ও উলম্ব কলাম বরাবর সাজিয়ে যে ছক বা সারণি তৈরি করা হয়

ব্যাখ্যা: মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে অনুভূমিক সারি ও উলম্ব কলাম বরাবর সাজিয়ে যে ছক বা সারণি তৈরি করা হয়, তাকে পর্যায় সারণি বলে।

প্রশ্ন ২: পর্যায় সারণির অনুভূমিক সারিগুলোকে কী বলা হয়?

ক) গ্রুপ

খ) পর্যায়

গ) শ্রেণী

ঘ) কলাম

সঠিক উত্তর: খ) পর্যায়

ব্যাখ্যা: পর্যায় সারণির অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হয়।

প্রশ্ন ৩: পর্যায় সারণির উলম্ব কলামগুলোকে কী বলা হয়?

ক) পর্যায়

খ) সারি

গ) গ্রুপ বা শ্রেণী

ঘ) ব্লক

সঠিক উত্তর: গ) গ্রুপ বা শ্রেণী

ব্যাখ্যা: পর্যায় সারণির উলম্ব কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলা হয়।

প্রশ্ন ৪: আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় রয়েছে?

ক) ৬টি

খ) ৭টি

গ) ৮টি

ঘ) ১৮টি

সঠিক উত্তর: খ) ৭টি

ব্যাখ্যা: আধুনিক পর্যায় সারণিতে ৭টি পর্যায় রয়েছে।

প্রশ্ন ৫: আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ বা শ্রেণী রয়েছে?

ক) ৭টি

খ) ৮টি

গ) ১০টি

ঘ) ১৮টি

সঠিক উত্তর: ঘ) ১৮টি

ব্যাখ্যা: আধুনিক পর্যায় সারণিতে ১৮টি গ্রুপ বা শ্রেণী রয়েছে।

প্রশ্ন ৬: পর্যায় সারণির ভিত্তি কী?

ক) পারমাণবিক ভর

খ) পারমাণবিক সংখ্যা

গ) যোজ্যতা

ঘ) গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক

সঠিক উত্তর: খ) পারমাণবিক সংখ্যা

ব্যাখ্যা: আধুনিক পর্যায় সারণির ভিত্তি হলো মৌলসমূহের পারমাণবিক সংখ্যা।

প্রশ্ন ৭: একই পর্যায়ের মৌলসমূহের প্রধান শক্তিস্তর সংখ্যা কেমন হয়?

ক) ভিন্ন ভিন্ন হয়

খ) একই হয়

গ) পারমাণবিক সংখ্যার সমান হয়

ঘ) ভর সংখ্যার সমান হয়

সঠিক উত্তর: খ) একই হয়

ব্যাখ্যা: একই পর্যায়ের সকল মৌলের প্রধান শক্তিস্তর সংখ্যা একই হয়।

প্রশ্ন ৮: একই গ্রুপের মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলি কেমন হয়?

ক) ভিন্ন ভিন্ন হয়

খ) প্রায় একই রকম হয়

গ) পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে

ঘ) প্রধান শক্তিস্তর সংখ্যার উপর নির্ভর করে

সঠিক উত্তর: খ) প্রায় একই রকম হয়

ব্যাখ্যা: একই গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস একই রকম হওয়ায় তাদের রাসায়নিক ধর্মাবলি প্রায় একই রকম হয়।

প্রশ্ন ৯: পর্যায় সারণির প্রথম পর্যায়ে কয়টি মৌল রয়েছে?

ক) ১টি

খ) ২টি

গ) ৮টি

ঘ) ১৮টি

সঠিক উত্তর: খ) ২টি

ব্যাখ্যা: পর্যায় সারণির প্রথম পর্যায়ে হাইড্রোজেন ও হিলিয়াম এই ২টি মৌল রয়েছে।

প্রশ্ন ১০: পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে?

ক) ২টি

খ) ৮টি

গ) ১৮টি

ঘ) ৩২টি

সঠিক উত্তর: খ) ৮টি

ব্যাখ্যা: পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে ৮টি মৌল রয়েছে।

প্রশ্ন ১১: পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে?

ক) ২টি

খ) ৮টি

গ) ১৮টি

ঘ) ৩২টি

সঠিক উত্তর: খ) ৮টি

ব্যাখ্যা: পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে ৮টি মৌল রয়েছে।

প্রশ্ন ১২: পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কয়টি মৌল রয়েছে?

ক) ৮টি

খ) ১৮টি

গ) ৩২টি

ঘ) ৫০টি

সঠিক উত্তর: খ) ১৮টি

ব্যাখ্যা: পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে ১৮টি মৌল রয়েছে।

প্রশ্ন ১৩: পর্যায় সারণির ১৮ নং গ্রুপের মৌলসমূহকে কী বলা হয়?

ক) ক্ষার ধাতু

খ) ক্ষারীয় মৃৎ ধাতু

গ) হ্যালোজেন গ্রুপ

ঘ) নিষ্ক্রিয় গ্যাস

সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় গ্যাস

ব্যাখ্যা: পর্যায় সারণির ১৮ নং গ্রুপের মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত।

প্রশ্ন ১৪: পর্যায় সারণির ১৭ নং গ্রুপের মৌলসমূহকে কী বলা হয়?

ক) ক্ষার ধাতু

খ) ক্ষারীয় মৃৎ ধাতু

গ) হ্যালোজেন গ্রুপ

ঘ) নিষ্ক্রিয় গ্যাস

সঠিক উত্তর: গ) হ্যালোজেন গ্রুপ

ব্যাখ্যা: পর্যায় সারণির ১৭ নং গ্রুপের মৌলসমূহ হ্যালোজেন গ্রুপ নামে পরিচিত।

প্রশ্ন ১৫: পর্যায় সারণির ১ নং গ্রুপের মৌলসমূহকে কী বলা হয়?

ক) ক্ষার ধাতু

খ) ক্ষারীয় মৃৎ ধাতু

গ) হ্যালোজেন গ্রুপ

ঘ) মুদ্রা ধাতু

সঠিক উত্তর: ক) ক্ষার ধাতু

ব্যাখ্যা: পর্যায় সারণির ১ নং গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়।

প্রশ্ন ১৬: পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলসমূহকে কী বলা হয়?

ক) ক্ষার ধাতু

খ) ক্ষারীয় মৃৎ ধাতু

গ) হ্যালোজেন গ্রুপ

ঘ) মুদ্রা ধাতু

সঠিক উত্তর: খ) ক্ষারীয় মৃৎ ধাতু

ব্যাখ্যা: পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলসমূহকে ক্ষারীয় মৃৎ ধাতু বলা হয়।

প্রশ্ন ১৭: পর্যায় সারণির ৩ থেকে ১২ নং গ্রুপ পর্যন্ত মৌলসমূহকে কী বলা হয়?

ক) প্রধান গ্রুপের মৌল

খ) অবস্থান্তর ধাতু

গ) নিষ্ক্রিয় গ্যাস

ঘ) হ্যালোজেন গ্রুপ

সঠিক উত্তর: খ) অবস্থান্তর ধাতু

ব্যাখ্যা: পর্যায় সারণির ৩ থেকে ১২ নং গ্রুপ পর্যন্ত মৌলসমূহকে অবস্থান্তর ধাতু বলা হয়।

প্রশ্ন ১৮: পারমাণবিক আকার সাধারণত পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়

সঠিক উত্তর: খ) হ্রাস পায়

ব্যাখ্যা: পর্যায়ের বাম থেকে ডানে গেলে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রনগুলোকে আরও বেশি টানে, ফলে পারমাণবিক আকার সাধারণত হ্রাস পায়।

প্রশ্ন ১৯: পারমাণবিক আকার সাধারণত গ্রুপের উপর থেকে নিচে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়

সঠিক উত্তর: ক) বৃদ্ধি পায়

ব্যাখ্যা: গ্রুপের উপর থেকে নিচে গেলে নতুন শক্তিস্তর যুক্ত হওয়ায় পারমাণবিক আকার বৃদ্ধি পায়।

প্রশ্ন ২০: তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?

ক) অণুতে দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা

খ) পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা

গ) পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা

ঘ) পরমাণুর আকার

সঠিক উত্তর: ক) অণুতে দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা

ব্যাখ্যা: কোনো অণুতে দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ঐ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে।

প্রশ্ন ২১: তড়িৎ ঋণাত্মকতা সাধারণত পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়

সঠিক উত্তর: ক) বৃদ্ধি পায়

ব্যাখ্যা: পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় এবং নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়।

প্রশ্ন ২২: তড়িৎ ঋণাত্মকতা সাধারণত গ্রুপের উপর থেকে নিচে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়

সঠিক উত্তর: খ) হ্রাস পায়

ব্যাখ্যা: গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসের আকর্ষণ কমে, ফলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়।

প্রশ্ন ২৩: আয়নিকরণ শক্তি কাকে বলে?

ক) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি

খ) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি

গ) অণু গঠনের জন্য প্রয়োজনীয় শক্তি

ঘ) বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি

সঠিক উত্তর: ক) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি

ব্যাখ্যা: গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুর প্রতিটির থেকে একটি করে ইলেকট্রন অপসরণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে।

প্রশ্ন ২৪: আয়নিকরণ শক্তি সাধারণত পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়

সঠিক উত্তর: ক) বৃদ্ধি পায়

ব্যাখ্যা: পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় এবং ইলেকট্রন অপসারণ কঠিন হয়, ফলে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়।

প্রশ্ন ২৫: আয়নিকরণ শক্তি সাধারণত গ্রুপের উপর থেকে নিচে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়

সঠিক উত্তর: খ) হ্রাস পায়

ব্যাখ্যা: গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং ইলেকট্রন অপসারণ সহজ হয়, ফলে আয়নিকরণ শক্তি হ্রাস পায়।

প্রশ্ন ২৬: ইলেকট্রন আসক্তি কাকে বলে?

ক) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি

খ) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে নির্গত শক্তি

গ) অণু গঠনের জন্য প্রয়োজনীয় শক্তি

ঘ) বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি

সঠিক উত্তর: খ) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে নির্গত শক্তি

ব্যাখ্যা: গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুর প্রতিটির সাথে একটি করে ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

প্রশ্ন ২৭: ইলেকট্রন আসক্তি সাধারণত পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়

সঠিক উত্তর: ক) বৃদ্ধি পায়

ব্যাখ্যা: পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়।

প্রশ্ন ২৮: ইলেকট্রন আসক্তি সাধারণত গ্রুপের উপর থেকে নিচে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়

সঠিক উত্তর: খ) হ্রাস পায়

ব্যাখ্যা: গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা কমে, ফলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়।

প্রশ্ন ২৯: পর্যায় সারণিতে ধাতব ধর্ম সাধারণত পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়

সঠিক উত্তর: খ) হ্রাস পায়

ব্যাখ্যা: পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, ফলে ধাতব ধর্ম হ্রাস পায়।

প্রশ্ন ৩০: পর্যায় সারণিতে অধাতব ধর্ম সাধারণত পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়

সঠিক উত্তর: ক) বৃদ্ধি পায়

ব্যাখ্যা: পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, ফলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়।

প্রশ্ন ৩১: পর্যায় সারণিতে কোন মৌলটির অবস্থান নির্দিষ্ট নয়?

ক) হাইড্রোজেন

খ) হিলিয়াম

গ) লিথিয়াম

ঘ) সোডিয়াম

সঠিক উত্তর: ক) হাইড্রোজেন

ব্যাখ্যা: হাইড্রোজেনকে গ্রুপ 1A এবং গ্রুপ 7A উভয় স্থানেই রাখা যেতে পারে, কারণ এটি ক্ষার ধাতুর মতো ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং হ্যালোজেন মৌলের মতো ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই পর্যায় সারণিতে এর অবস্থান নির্দিষ্ট নয়।

প্রশ্ন ৩২: পর্যায় সারণির একই গ্রুপের মৌলসমূহের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কেমন হয়?

ক) ভিন্ন ভিন্ন হয়

খ) একই হয়

গ) পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে

ঘ) প্রধান শক্তিস্তর সংখ্যার উপর নির্ভর করে

সঠিক উত্তর: খ) একই হয়

ব্যাখ্যা: পর্যায় সারণির একই গ্রুপের মৌলসমূহের সর্বশেষ শক্তিস্তরে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে।

প্রশ্ন ৩৩: পর্যায় সারণির কোন পর্যায়ে মৌল সংখ্যা ১৮?

ক) প্রথম পর্যায়

খ) দ্বিতীয় পর্যায়

গ) তৃতীয় পর্যায়

ঘ) চতুর্থ পর্যায়

সঠিক উত্তর: ঘ) চতুর্থ পর্যায়

ব্যাখ্যা: পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে ১৮টি মৌল রয়েছে।

প্রশ্ন ৩৪: পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে মৌল সংখ্যা কত?

ক) ৮

খ) ১৮

গ) ৩২

ঘ) ৫০

সঠিক উত্তর: গ) ৩২

ব্যাখ্যা: পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে ৩২টি মৌল রয়েছে (১৮টি প্রধান গ্রুপের এবং ১৪টি ল্যান্থানাইড সিরিজের)।

প্রশ্ন ৩৫: পর্যায় সারণির কোন ব্লকটিতে বেশিরভাগ ধাতু পাওয়া যায়?

ক) s-ব্লক

খ) p-ব্লক

গ) d-ব্লক

ঘ) f-ব্লক

সঠিক উত্তর: ক) s-ব্লক

ব্যাখ্যা: পর্যায় সারণির s-ব্লকে বেশিরভাগ ধাতু, যেমন – ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃৎ ধাতু অন্তর্ভুক্ত।

প্রশ্ন ৩৬: পর্যায় সারণির কোন ব্লকটিতে অধাতু, ধাতুকল্প ও কিছু ধাতু পাওয়া যায়?

ক) s-ব্লক

খ) p-ব্লক

গ) d-ব্লক

ঘ) f-ব্লক

সঠিক উত্তর: খ) p-ব্লক

ব্যাখ্যা: পর্যায় সারণির p-ব্লকে অধাতু, ধাতুকল্প এবং কিছু ধাতু পাওয়া যায়।

প্রশ্ন ৩৭: অবস্থান্তর ধাতুসমূহ পর্যায় সারণির কোন ব্লকে অবস্থিত?

ক) s-ব্লক

খ) p-ব্লক

গ) d-ব্লক

ঘ) f-ব্লক

সঠিক উত্তর: গ) d-ব্লক

ব্যাখ্যা: অবস্থান্তর ধাতুসমূহ পর্যায় সারণির d-ব্লকে অবস্থিত।

প্রশ্ন ৩৮: ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলসমূহ পর্যায় সারণির কোন ব্লকে অবস্থিত?

ক) s-ব্লক

খ) p-ব্লক

গ) d-ব্লক

ঘ) f-ব্লক

সঠিক উত্তর: ঘ) f-ব্লক

ব্যাখ্যা: ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলসমূহ পর্যায় সারণির f-ব্লকে অবস্থিত।

প্রশ্ন ৩৯: পর্যায় সারণিতে ইলেকট্রন ত্যাগের প্রবণতা সাধারণত গ্রুপের উপর থেকে নিচে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়

সঠিক উত্তর: ক) বৃদ্ধি পায়

ব্যাখ্যা: গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকায় ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়।

প্রশ্ন ৪০: পর্যায় সারণিতে ইলেকট্রন গ্রহণের প্রবণতা সাধারণত গ্রুপের উপর থেকে নিচে গেলে কেমন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়

সঠিক উত্তর: খ) হ্রাস পায়

ব্যাখ্যা: গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং নতুন ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে, ফলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা হ্রাস পায়।

0

0

0

0

0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *