3 min read
Table of Contents
- ফেব্রুয়ারি ১৯৬৯
- শামসুর রাহমান
- শামসুর রাহমানের জন্ম কত সালে?
- নিচের কোনটি শামসুর রাহমানের কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য?
- ‘মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ।’ চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
- ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সারাদেশ কাদের অশুভ আস্তানা?
- ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মূলত কী ফুটে উঠেছে?
- ‘একুশের কৃষ্ণচুড়া’ কীসের প্রতীক?
- ‘এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ।’ উদ্দীপকের সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন বিষয়টির মেলবন্ধন রয়েছে?
- ‘বুঝি তাই উনিশ শো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে’- সালাম রাজপথে নেমে কী করে?
- ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন রঙে পথ-ঘাট ছেয়ে গেছে?
- ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করে কী বোঝানো হয়েছে?
- চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ।’ পংক্তিটি দ্বারা বোঝানো হয়েছে__
ফেব্রুয়ারি ১৯৬৯
শামসুর রাহমান
শামসুর রাহমানের জন্ম কত সালে?
ক) ১৯২৭ সালের ২৩ শে অক্টোবর
খ) ১৯২৮ সালের ২৩ শে অক্টোবর
গ) ১৯২৯ সালের ২৩ শে অক্টোবর
ঘ) ১৯৩০ সালের ২৩ শে অক্টোবর
নিচের কোনটি শামসুর রাহমানের কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য?
ক) গ্রাম্য জীবনের অনাবিল সৌন্দর্য ও রুপতৃপ্তা
খ) গ্রাম্য জীবনের স্বাভাবিক কর্মচাঞ্চল্য ও স্থবিরতা
গ) নগর জীবনের যন্ত্রণা ও একাকীত্ব
ঘ) নগর জীবনের বিলাসিতা ও আভিজাত্য
‘মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ।’ চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক) শত্রুর হিংস্র হামলা
খ) মূল্যবোধের অবক্ষয়
গ) বাগান ধ্বংস হয়ে যাওয়া
ঘ) মানুষের তৈরি বাগানের কারণে কমলবন নষ্ট হয়ে যাচ্ছে
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সারাদেশ কাদের অশুভ আস্তানা?
ক) দালালের
খ) শোষকের
গ) পুলিশের
ঘ) ঘাতকের
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মূলত কী ফুটে উঠেছে?
ক) সহিংস চেতনা
খ) সন্ত্রাসবাদী মনোভাব
গ) দেশপ্রেমের চেতনা
ঘ) মানুষের প্রতি ভালোবাসা
‘একুশের কৃষ্ণচুড়া’ কীসের প্রতীক?
ক) আমাদের সংগ্রামের
খ) আমাদের আকাঙ্খার
গ) আমাদের চেতনার
ঘ) আমাদের বিজয়ের
‘এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ।’ উদ্দীপকের সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন বিষয়টির মেলবন্ধন রয়েছে?
ক) নির্যাতন
খ) বিজয়
গ) সংগ্রাম
ঘ) মিছিল
‘বুঝি তাই উনিশ শো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে’- সালাম রাজপথে নেমে কী করে?
ক) স্লোগান দেয়
খ) পতাকা ওড়ায়
গ) শহিদ হয়
ঘ) ভাষণ দেয়
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন রঙে পথ-ঘাট ছেয়ে গেছে?
ক) কৃষ্ণচূড়ার রঙে
খ) কৃষ্ণচুড়ার বিপরীত রঙে
গ) পলাশ ফুলের রঙে
ঘ) পলাশের বিপরীত রঙে
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করে কী বোঝানো হয়েছে?
ক) পদ্মফুলের বাগান
খ) মনোহর বাগান
গ) আনন্দময় জগৎ
ঘ) সুন্দর ও কল্যাণের জগৎ
চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ।’ পংক্তিটি দ্বারা বোঝানো হয়েছে__
i. শাসকদের নির্মম অত্যাচার
ii.স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অমানবিক নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
