|

প্রয়ােজনীয়তাই উভাবনের জনক – ভাবসম্প্রসারণ

proshna featured

3 min read

Advertisements

প্রয়ােজনীয়তাই উভাবনের জনক


ভাব-সম্প্রসারণ: নতুন কোনাে কিছু আবিষ্কার ও উদ্ভাবনের মূল চাবিকাঠি হলাে প্রয়ােজন। প্রয়ােজনের তাগিদেই মানুষ নিত্যনতুন উদ্ভাবনে ব্যাপৃত হয়। সব সৃষ্টির পেছনেই একটি রহস্য বা কারণ রয়েছে। এ জগতে কোনাে কিছু আকস্মিকতার সৃষ্টি নয়। একদিন আমাদের পূর্বপুরুষেরা বনে-জঙ্গলে বাস করত। চকমকি দিয়ে আগুন জ্বালাত। বৈজ্ঞানিকের চমকপ্রদ উদ্ভাবন তখন অজ্ঞাত ছিল। মানুষের দৈনন্দিন কাজের প্রয়ােজনে সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। তার চিন্তাভাবনা বেড়েছে।

মানুষের প্রয়ােজনীয়তার কথা ভেবে বিজ্ঞানের নানা আবিষ্কার বা উদ্ভাবন হয়েছে। কালক্রমে আগুন আবিষ্কার হলে মানুষ কাঁচা মাংস আগুনে ঝলসে খেতে শুরু করে। জীবজন্তুর আক্রমণ হতে রক্ষা পাওয়ার প্রয়ােজনে মানুষ ঘর বাঁধতে শিখে এবং নারী-পুরুষ অগ্নিকে সাক্ষী করে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় ও দাম্পত্য জীবন শুরু করে। এভাবে মানুষ সমাজবদ্ধ জীবন যাপনের শুভ সূচনা করে। তখন পুরুষেরা ফসল ফলানাের এবং নারীরা সুস্বাদু রান্নার বিভিন্ন কৌশল আয়ত্ত করে ফেলে। এভাবে মানুষ ক্রমান্বয়ে প্রয়ােজনের তাগিদে নগর সভ্যতার পত্তন করে এবং জ্ঞানবিজ্ঞানের পথ বেয়ে বর্তমান সভ্যতা ও উন্নতির ভিত গড়ে তােলে।

কালক্রমে তারা এক এক সময় এক এক জিনিসের অভাবের কথা বুঝতে পেরেছে। প্রয়ােজনের কথা গুরুত্বের সাথে উপলব্ধি করেছে। অন্ধকার দূর করা প্রয়ােজন বিধায় বিদ্যুৎ উদ্ভাবন করেছে। যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা একসময় ছিল না, বাহন ছিল না; তারপর রাস্তাঘাট তৈরি করেছে, স্টীম ইঞ্জিন, রেলগাড়ি, মােটরগাড়ি, এরােপ্লেন এবং আরও অনেক যানবাহন উদ্ভাবন করেছে।

দূরাঞ্চলের মানুষের কথা শােনা দরকার, পর্দায় ছবি দেখা দরকার; উদ্ভাবন করা হলাে চলচ্চিত্র, টেলিফোন, টেলিস্কোপ, টেলিগ্রাম, টেলিভিশন, ভি.সি.আর. ইত্যাদি। প্রয়ােজনীয়তা না থাকলে এগুলাে উদ্ভাবনের কথা চিন্তাও করা যেত না। আলাে জ্বালানাের দরকার তাই দিয়াশলাই, লাইটার উদ্ভাবন করেছে। আবার রােগ, শােক, জরা-ব্যাধিকে দূরে নিক্ষেপ করার জন্য এক্সরে আলট্রাসনােগ্রাফির উদ্ভাবন করেছে। নানা দুরারােগ্য ব্যাধি ও ওষুধ আবিষ্কার করার প্রয়ােজনের কথাও মনে হয়েছে। ফলে আবিষ্কার করেছে পেনিসিলিন, ক্লোরােমাইসিন ইত্যাদি। এভাবে চলছে একের পর এক আবিষ্কার। প্রয়ােজন না থাকলে মানুষ কিছুই আবিষ্কার করার প্রয়াস পেত না। তাই নিঃসন্দেহে বলা যায়, প্রয়ােজনই মানুষকে নতুন নতুন জিনিস ও কৌশল উদ্ভাবনে অনুপ্রাণিত করেছে এবং তাকে উন্নতির স্বর্ণ শিখরে পৌছে দিয়েছে।

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *