|

সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে পত্র

proshna featured

2 min read

Advertisements

মনে কর, তােমার নাম ‘সুমন’। তুমি ঢাকার অধিবাসী। তােমার বরিশালের বন্ধু সুজন সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহত। আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে একটি পত্র লেখ।


SSC: রা. বো. ২০১৫



০৪.০২.২০২১
১৭১, মগবাজার, ঢাকা

প্রিয় সুজন,

তোমার প্রতিবেশির নিকট জানতে পারলাম গত পরশুর সড়ক দুর্ঘটনায় তুমি আহত হয়েছ। শুনে খুবই মর্মাহত হয়েছি। তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছে। কিন্তু মাসিক পরীক্ষা চলছে বলে যেতে পারছি না। তাই চিঠি লিখলাম। পত্রিকায় দেখেছি, গত পরশু বিকেলে বরিশাল-পটুয়াখালী সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয়েছে অনেকে। আহতদের মধ্যে তুমিও একজন। তোমার অবস্থা ততটা মারাত্মক নয় জেনে স্ৰষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আশা করি কয়েকদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে উঠবে। ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ওষুধ খাবে। আর তোমার শারিরিক অবস্থার উন্নতি সম্পর্কে অবশ্যই পত্র লিখবে। আমি তোমার সুস্থতার খবরের অপেক্ষায় থাকবো।


ইতি-
তােমার বন্ধু
সুমন


আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চিঠিপত্রঃ

0
1
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *